বাজেট - TopicsExpress



          

বাজেট ২০১৪-১৫ -------------- ১.২০১৪-২০১৫ অর্থ বছরের বাজেট বাংলাদেশে র কত তম বাজেট ? =৪৪তম। ২.২০১৪-২০১৫ অর্থবছরের বাজেট কত ? =২,৫০,৫০৬ কোটি টাকা । ৩.২০১৪-১৫ অর্থ বছরের জেলা ভিত্তিক বাজেটের অন্তর্ভুক্ত জেলা কতটি? =৭টি।টাঙ্গাইল ,খুলনা,চট্ট গ্রাম,বরিশাল,সিলেট ,রাজশাহীও রংপুর। ৪.২০১৪-১৫ অর্থ বছরের বাজেট অনুমোদিত প্রবৃদ্ধির হার কত? =৭.৩%। বাংলাদেশ ------------------------- ১.বাংলাদেশ প্রথমসরকারিভাবে ওষুধ রপ্তানি করতেছে কোন দেশে? =শ্রীলঙ্কায়। ২.SREDA-এর পূর্ণ রুপ কি? =Sustainable and Renewable Energy Development Authority. ৩.১৬জুন ২০১৪বিদেশী মুদ্রার মজুদ কত ডলার ? =২,১০৩কোটি ডলার । ৪.পালকি ,অরুন আলো ,আকাশ প্রদীপ ও রাঙ্গা প্রভাত কি? =বাংলাদেশের বিমানে যুক্ত হওয়া ৪টি সুপরিসর উরোজাহাজ। ৫.বাংলাদেশের কতটি জেলায় রেলপথ যোগাযোগ রয়েছে? =৪৪টি। ৬.বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে দীর্ঘ রেলপথ আছে? =চট্টগ্রামে(১৭৮.৪৫কিমি)। ৭.বাংলাদেশ কত তম দেশ হিসাবে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কে চুক্তি স্বাক্ষর করে? =২০তম । ৮.বাংলাদেশের কোথায় ২৬তম গ্যাস ক্ষেত্র পাওয়া যায়। =নারায়ন গঞ্জ জেলার রূপগঞ্জে। ৯.বর্তমান অনুমোদিত দেশের টিভি চ্যানেল এর সংখ্যা কত? =৪১টি।তথ্য মন্ত্রী ২৫জুন ২০১৪] ১০.দেশের জনগনের মাথাপিছু ঋনের পরিমান কত? =১৬২.২০ডলার বা১২৭০০টাকা। ১১.২০১৩সালে বাংলাদেশে বিনিয়োগ শীর্ষদেশ কোনটি? =যক্তরাজ্য ।১৯কোটি ২০লাখ ডলার। ১২.FAO এর তথ্য মতে বাংলাদেশ আলু রপ্তানিতে বিশ্বে কত তম ? =অষ্টম ৮২লাখ ১০হাজার টন। ১৩.১৯৭১ সাল নিয়ে বই লিখে কানাডিয়ান পুরস্কার লাভ করেন মার্কিন লেখক গ্যারি ব্যাস ,বইটির নাম কি? =ব্ল্যাড টেলিগ্রাম। ১৪.টেকসই ও নবায়ন যোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয় কবে? =২২মে ২০১৪। ১৫.(SREDA)টেকসই ও নবায়ন যোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ আইন কবে কার্যকর হয়? =২২মে ২০১৪। ১৬. টেকসই ও নবায়ন যোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ কোন মন্ত্রনালয় অন্তর্ভুক্ত? =বিদ্যুত্ জ্বালানি ও খনিজ সম্পদ । ১৭.দেশে বর্তমান থানার সংখ্যা কতটি? =৬৩৬টি। ১৮ETP এর পূর্ণ রুপ কি? =Effluent Treatment plan. ১৯.বর্তমান দেশে গ্যাস ক্ষেত্র কতটি? =২৬টি। ২০.২জুন ২০১৪নিকার এর ১০৯তম বৈঠকে কোনদুটি উপজেলার অনুমোদন করা হয়? =গুইমারা (খাগড়াছরি)ও ওসমানীনগর (সিলেট)। ২১.২জুন ২০১৪ NICARনিকার বৈঠকে কোন দুটি পৌরসভার অনুমোদন করা হয়? =নাজির হাট (চট্টগ্রাম )ও দেবীগঞ্জ (পঞ্চগড়)। ২৩.২জুন ২০১৪ নিকার কোন থানার অনুমোদন করা হয়? =চন্দ্রগঞ্জ (লক্ষি পুর)। ২৪.বর্তমান দেশে উপজেলারসংখ্যা কতটি? =৪৮৯টি। ২৫.বর্তমান দেশের পৌরসভার সংখ্যা কতটি? =৩১৯টি। ২৬.দেশে বর্তমান ব্যাংক কতটি? =৬২টি। ২৭.দেশে বর্তমান তফসিল ব্যাংক কতটি? =৫৬টি। ২৮.বর্তমান তফসিলি বহির্ভুত ব্যাংক কতটি? =৬টি। ২৯.বর্তমান বাংলাদেশের জন সংখ্যা কত? =১৫.৫৮কোটি। ৩০.দেশের বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার কত? =১.৩৭%। ৩১.দেশের প্রত্যাশিত গড় আয়ুস্কাল কত? =৬৯বছর। ৩২.দেশের মাথাপিছু আয়কত? =১,১৯০ডলার। ৩৩.জন সংখ্যার ঘনত্ব কত? =১০১৫জন প্রতি ব.কি.মি। ----------------------- আন্তর্জাতিক ------------------- ১.ভারতের ২১তম এবং দ্বিতীয় নারী স্পিকার কে? =সুমিত্রা মহাজন। ২.স্বর্ণ উত্পাদনে শীর্ষদেশ কোনটি? =চীন। ৩.আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলর প্রথম চেয়ারম্যান কে? =এন শ্রী নিবাশন। ৪.IAILএর পূর্ন কি? =Islamic State in Iraq and the Lenant. ৫. IAILএই সংগঠনটি কবে আত্মপ্রকাশ করে? =১৫অক্টোবর ২০০৫সালে। ৬.প্রথম মার্স ভাইরাস কবে সংক্রামনের ঘটনা হয়? =২০১২সালে। ৭.ভারতের কত নং অনুচ্ছেদে জম্মু ওকাশমির কে স্বায়ত্তশাসিত রাজ্যের মর্যাদা দেওয়া হয়? =৩৭০নং অনুচ্ছেদে। ৮.৭জুন জাতিসংঘে নেলসন ম্যান্ডেলার সম্মানার্থে কোন পুরস্কার প্রবর্তন করা হয়? =জাতিসংঘ লেনসন রোলি হলাহলা ম্যান্ডালা পুরস্কার। ৯.বিশ্বের কোন দেশ সর্বাধিক সার্বভৌম সম্পদ রয়েছে? =নরওয়েতে (১লাখ কোটি ডলারের মত). ১০.স্পেনিশ ভাষায় কোস্টারিকা মানে কি? =সমূদ্র উপকূল। ১১.কেপলার ১০ সি’ কি’ ? =পৃথিবীর সবচেয়ে বড় পাথুরে গ্রহ। ১২.ওয়ার্ড প্রেস কি? =ওয়েব সাইটে বিশেষ করে লেখা ,ছবি প্রকাশ করার জনপ্রিয় প্রোগ্রাম। ১৩.ড্রপবক্সকি? =বিনামূল্যে ইন্টারনেটে তথ্য ও ছবি সংরক্ষনের ওয়েবসাইট। ১৪.ন্যামো কি ? =ভারতের টাটা কোম্পানির নতুন গাড়ী। ১৫.FAO এর তথ্য মতে বিশ্বে আলু রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? =চীন। ১৬.২৬জুন ২০১৪আলিপুরদুয়ার কততম জেলা হিসেবে আত্মপ্রকাশ করে ভারতের পশ্চিম বঙ্গে? =২০তম। ১৭.২০১৪সালের ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল বলের নামকি? =ব্রাজুকা। ১৮.বিশ্বকাপের ইতিহাসে ২৩০০তম গোলকরেন কে? =জার্মাইন জোন্স (যুক্তরাষ্ট্র)। ১৯.বিশ্বকাপের ইতিহাসে ৫০তম হেট্রিক করেন কে? =জেরদান শাকিরি(সুইজারল্যান্ড)। ২০.ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? =সুষমা স্বরাজ। ২১.বিশ্বকাপ ফুটবল ২০১৪তে কে প্রথম হেট্রিক করেন ? =থামাস মুলার। ২২.বিশ্বকাপ ফুটবল২০১৪ তে প্রথম কে গোল করেন ? =নেইমার জুনিয়র। ২৩.ভারতের ২৯তম রাজ্য তেলঙ্গনার প্রথম মুখ্যমন্ত্রী কে? =চন্দ্রশেখর রাও। ২৪.পিপল হিরোজ মনুমেন্ট ‘ কোথায় অবস্থিত? =বেইজিং। ২৫.ইউরেশিয়ান ইকনোমিক ইউনিয়ন যাত্রা কবে শুরু হয়? =১জানু ২০১৪। ২৬.ভারতের ২৯তম রাজ্য তেলেঙ্গানার যাত্রা কবে শুরু হয়? =২জুন ২০১৪। ২৭.মিসরের বর্তমান প্রেসিডেন্ট কে? =আব্দেল ফাত্তাহ আল সিসি। ২৮.ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্টকে? =পেত্রো পোরোশেঙ্কো। ২৯.স্পেনের বর্তমান রাজা কে? =ষষ্ট ফেলিপ কার্লস। ৩০.ইসরাইলের নতুন প্রেসিডেন্ট কে? =রিউভেন রুভি রিভলিন। ৩১.মিসরের বর্তমান প্রধান মন্ত্রীকে ? =ইব্রাহিম মাহলাব । ৩২.৮জুন ২০১৪ওআইসির প্রেসিডেন্ট পদে স্থলাভিষিক্ত হন কে? =আব্দেল ফাত্তাহ আল সিসি। ৩৩.মানব অধিকার বিষয়ক জাতিসংঘ হাইকমিশনের কার্যালয়ের নতুন হাইকমিশনার কে? =জাঈদ আল হাসান। ৩৪.বিশ্ব বানিজ্য সংস্থার বর্তমান সদস্য দেশ কত গুলো? =১৬০টি। ৩৫.২৬জুন২০১৪কোনদেশটি বিশ্ব বানিজ্য সংস্থা এর ১৬০তম সদস্য হয়? =ইয়মেন। ৩৬.ফোবর্স সাময়িকী ২০১৪ সালের সমিক্ষা অনুযায়ী বিশ্বের ক্ষমতাধর নারী কে? =অ্যাঞ্জেলা মার্কেল । ৩৭.বিশ্বে সর্নাথী আশ্রয়ে শীর্ষে আছে কোন দেশ? =পাকিস্তান। ৩৮.বিশ্বের কোন দেশের সবচেয়ে শর্নাথী বেশি? =আফগানিস্তান। ৩৯.২০১৪সালের পরিবেশ গত পারফর্মেন্স ইনডেক্স এর শীর্ষ দেশ কোনটি? =সুইজারল্যান্ড। ৪০.২০১৪সালের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন অনুযায়ী ২০১৩সালে বাংলাদেশে সর্বাধিক বিনিয়োগ করে কোন দেশ? =যুক্তরাজ্য। ৪১.২০১৪সালের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন অনুযায়ী ২০১৩সালে বিশ্বের কোন দেশে সর্বাধিক বিনিয়োগ করা হয়? =যুক্তরাষ্ট্র। ৪২.বিশ্বের কোন দেশে প্রথম মার্স ভাইরাস দেখা যায়? =সৌদি আরব। ৪৩.বাংলাদেশে মার্স ভাইরাসে আক্রান্ত রোগী সনক্ত করা হয় কবে? =২৩জুন ২০১৪। সাম্প্রতিক প্রশ্নোত্তর জৃন ২০১৪ ১.সাম্প্রতি চালু হওয়া ১৮তম স্থল বন্দরের নাম কি? =সোনাহাট। ২.জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদের সভাপতি কে? =প্রধান মন্ত্রী। ৩.তিন পার্বত্যজেলার মাধ্যমিক শিক্ষার কার্যক্রম কবে তিন পার্বত্য পরিষদের কাছে হস্তান্তর করা হয়? =২৬মে ২০১৪ম। ৪.মুক্তি ও গনতন্ত্র নামক তরন কোথায় অবস্থিত? =নীলক্ষেত ,ঢাকা। ৫.প্রস্তাবিত বাগের হাট রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? =পশুর নদী। ৬.চীনের সাথে কোথায় যৌথ উদ্যোগে১৩২০ মেগাওয়াট সম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করাহচ্ছে ? =পটুয়া খালী। ৭.মধুমালা কোন জাতের ফসল? =হলদে জাতের তরমুজ। ৮.মশাবাহিত চিকুন গুনিয়া কি জনিত রোগ? =ভাইরাস জনিত। ৯.অপহরণ প্রতিরোধে কবে ঢাকা মহানগর পুলিশ অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড গঠন করে? =৩মে ২০১৪। ১০.বাংলাদেশের শীর্ষ দুষিত শহর কোনটি? =নারায়ন গঞ্জ (বিশ্বের ১৭তম)। ১১.১৫০০মিটারের দৈর্ঘের কম সেতুর কাজ কে করে? =সড়ক বিভাগ। ১২.,২০১৪ সালে বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি হিসেবে কে নরওয়ে ফরপিস অ্যাওয়ার্ড লাভ করে ? =সেলিমা আহমেদ। ১৩.প্রাণী বিভাগ উদ্ভাবিত সিপিএফ৩ কি? =নতুন জাতের মুরগী। ১৪.২০১৪সালের এসএসসি পরিক্ষার পাসের ফলাফলের হার কত? =৯১.৩৪%। ১৫.বিশ্বের একমাত্র ফাইলেরিয়া হাসপাতাল কোথায় অবস্থিত? =নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার ধলাগাছ এলাকায়। ১৬.চট্টগ্রাম নগরের আগ্রাবাদে চা নিলাম কেন্দ্র কবে প্রতিষ্ঠিত হয়? =১৬জুলাই ১৯৪৯সালে। ১৭.খুলনা (DAP)এর আয়তন কত? =১৮১.১৬বর্গ কি:মি:। ১৮.বাংলাদেশেপ্রথম কবে জাতীয় জনসংখ্যা নীতি প্রনয়ন করা হয় কবে? =১৯৭৬সালে। ১৯.বাংলাদেশের অভ্যুদয় নিয়ে লেখা Les Indes Rouges গ্রন্থের লেখক কে? =বার্নার্ড হেনরীলেভী (ফ্রান্স)। ২০.মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র জননী এর পরিচালক কে? =রওশন আরা নিপা। ২১.চিলড্রেন অব ওয়ার বা যুদ্ধশিশু চলচিত্র এর পরিচালক কে? =মৃত্যূঞ্জয় দেবব্রত। ২২.বাংলাদেশের জাতীয় ক্রিকেট টিমের নতুন কোচ কে? =চন্দ্রীকা হাথুরুসিংহে(শ্রীলংকা)। ২৩.সর্বকনিষ্ঠ এভারেষ্ট জয়ী নারী কে? =মালাবাত।(ভারত)১৩বছর ১১মাস। ২৪.আন্তর্জাতিক বিধবা দিবস কবে? =২৩জুন। ২৫.১৪-১৫জুন ২০১৪জি ৭৭+ চীনশীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? সান্তাক্রুজ,বলিভিয়া। ২৬.বিশ্বের কোন দেশে প্রথম মেধা ভিত্তিক সিভিল সার্ভিস চালু হয়? =চীনে। ২৭.ভারতের কোন দুজন মূখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছেন? =এইচ ডি দেবগৌড়া এবং নরেন্দ মোদি। ২৮.স্বাধীন ভারতে জন্ম নেওয়া প্রথম প্রধানমন্ত্রী কে? =নরেন্দ মোদি। ২৯.ভারতের নিবন্দ্ধিত রাজনৈতিক দল কতটি? =১৬৮৭টি। ২৯.বিশ্বের বৃহত্তম গ্যাস কোম্পানির নাম কী? =গ্যাজপপ্রম। ৩১.২০১৪ সালে ফিফা বিশ্ব কাপ ফুটবলের অফিসিয়াল সংগীত কি? =we are one(Ole Ola)। ৩২.বাংলাদেশ কত তম ্এভারেস্ট জয়ী? =৬৭তম। ৩৩.১৩-১৪ অর্থ বছরে বাংলাদেশের মাথা পিছু আয় কত? =১১৮০মার্কিন ডলার। ৩৪.ফেরি দুর্ঘটনার দায়ে কোন দেশের প্রধান মন্ত্রী পদত্যাগ করেন ? =দক্ষিন কোরিয়ার। ৩৫,সাম্প্রতি কবে ইরাকে সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয়? =৩০এপ্রিল ২০১৪। ৩৬.২০তম কমনওয়েলথ গেমসে বাংলাদেশ থেকে প্রথমবারের মত কোন নাটকটি মঞ্চায়িত হবে? =দক্ষিনা সৃন্দরী। ৩৭.বাংলাদেশ সময়মান আনুষ্ঠানিক ভাবে চালু হয় কখন থেকে? =৮মে২০১৪। ৩৮.পদ্মা সেতু নির্মান করবে কোন কোম্পানি? =চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। ৩৯.একসেস টু ইনফর মেশন কর্মসূচী কোন মন্ত্রনালয়ের অধীনে? =প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ৪০.হাজী ও দানেশ কি? =মিষ্টি কুমড়া। ৪১.ভারতে বর্তমান রাজ্যের সংখ্যা কতটি? =২৯টি। ৪২.১মে ২০১৪ কোন দেশে শরিয়াহ আইন চালু হয়? =ব্রুনাই। ৪৩.২০মে ২০১৪কোন দেশে সামরিক আইন চালূ করা হয়? =থাইল্যান্ড। ৪৪.২২মে কোনদেশের সামরিকঅভ্যূথ্থান হয়? =থাইল্যান্ড। ৪৫.লিবিয়ার বর্তমান প্রধানমন্ত্রীকে? =আহমেদ মাইতিক। ৪৬.ওয়ার্ল্ড ফ্রিজোনস কবে যাত্রা শুরু করে? =২০মে২০১৪ ৪৭.ওয়ার্ল্ড ফ্রী জোনস এর সদর দপ্তর কোথায় ? =দুবাই সংযুক্ত আরব আমিরাত। ৪৮. ১মে ২০১৪ অর্গানাইজেশন অব ইস্টার্ন ক্যারিবিয়ান স্টেটস এর মহাপরিচালক কে? =উহুরু কেনিয়াত্তা (কেনিয়া)। ৪৯.আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (IDA)এর বর্তমান সদস্য দেশ কত? =১৭৩টি। ৫০.IDA এর১৭৩ তম সদস্য দেশ কোনটি? =রোমানিয়া। ৫১.বাংলাদেশ কত তম সিকা এর সদস্য? =২৫তম। ৫২.সিকা এর ২৬ তম দেশ কোনটি? =কাতার। ৫৩. ৫মে -৩১অক্টোবর ২০১৫ world expa কোথায় অনুষ্ঠিত হবে? =মিলান ইতালি। ৫৪. আন্তর্জাতিক ডাল কোন বর্ষ ? =২০১৬ সাল। ৫৫.আলোক ও আলোক নির্ভর প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক বর্ষ কোন সাল? =২০১৫ সাল। ৫৬.গড় আয়ৃতে শীর্ষ দেশ কোনটি? =জাপান। ৫৭.কম আয়ুর দেশ কোনটি? =সিয়েরা লিয়ন। ৫৮.সবচেয়ে এইচআইভী আক্রান্ত দেশ কোনটি? =লেসেথা্। ৫৯.সার্কভূক্ত কম আয়ুর দেশ কোনটি? =আফগানিস্তান। ৬০.কোনদেশের নারীর গড় আয়ু সবচাইতে বেশি? =জাপান। ৬১.কোনদেশের গড় আয়ু সবচাইতে বেশি? =আইসল্যান্ড। ৬৩.২০১৪সালে ফিফা বিশ্বকাপে কোন দলের অভিসেক ঘটে? =বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। ৬৪.২০১৪সালের বিশ্বকাপ ফুটবলের মাসকটের নাম কী? =ফৃলেকা। ৬৫.এবারের বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল ফুটবলের নামকি? =ব্রাজুকা। -------------------------------- বাংলাদেশর ও রাজশাহী জেলার উপজেলার সংখ্যা একটি বেশি হবে। কারন বাংলাদেশর ৫৫নং ও রাজশাহীর ৫নং উপজেলাকে বিভক্ত করে নতুন উপজেলা হবে যার নাম হবে উপজেলা: হাট গাঙ্গোপাড়া
Posted on: Thu, 08 Jan 2015 07:22:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015