বাজার - TopicsExpress



          

বাজার পূর্বাভাষঃ বাজারের প্রতিদিনের স্বল্পকালীন উত্থান পতনের হুবহু পূর্বাভাষ আমি কেন ওয়ারেন বাফেট পর্যন্ত বলতে পারবে না, আমরা কেবল মাত্র একটা ধারনা করতে পাড়ি এই যা, তবে আগামি ৩মাস/ ৬ মাস সম্পর্কে যা ধারনা করা যায় তা অনেকটা হুবহু ঘটে এছাড়া অনেকেই ইতিপূর্বে জানেন বাজারের দির্ঘকালিন পূর্বাভাষ বলার উপর ২ জন নোবেল পুরস্কার পেয়েছেন, আমার হাতে এখনো তাদের থিওরি আসে নাই, ইনশাল্লাহ পড়ার খুব ইচ্ছা আছে; ঢাকা ষ্টক এক্সচেঞ্জের বর্তমান সূচকের উপর ভিত্তি করে বেশিরভাগই এক মত যে বাজার আরো কিছুটা কারেকশানের প্রয়োজন রয়েছে বৈ কি, এটা আসলে আতংকিত হওয়ার উদ্দেশ্যে না বরং বাজারের স্বার্থে আপন শক্তিতে একটানা উর্ধ মুখী হতে হলে কারেকশান দরকার, বাজারে এখনো পর্যন্ত প্রচুর সাপ্লাই রয়েছে, ড্রাই হতে কিছুটা সময় দিতেই হবে, সময়ের আগেই যদি সূচক নিয়ে ইঞ্জিনিয়ারিং করে ২-৩ দিন সূচক বৃদ্ধি করা হয়ে থাকে তবে পরবর্তীতে যে পরিমান উঠেছে তার চেয়ে বেশী হারে সূচক কমবে এটা যে কোন বাজারের চরিত্র; গত কয়েকদিনের বাজারের চিত্র দেখলে বুঝা যাচ্ছে বাজার বর্তমানে সেন্টিমেন্টাল এর উপরে ভর করে চলছে, একদিন লো পেইড আপ বৃদ্ধি তো আরেকদিন কমছে এবং ছোট অন্যান্য শেয়ার বারছে, আবার সেগুলা একদিন কারেকশান হয়ে বড় মূলধনের শেয়ার সমূহ ভালো করছে ইত্যাদি; BEXIMCO নিয়ে আজ পুরো হই চই পড়ে গেছে, ফেসবুকের সর্বত্র দরবেশের জয়গান, যে নিউজটা হাইলাইট করা হয়েছে তা মূলত কোন ধরনের নিউজের পর্যায়ে পড়ে না, ব্যাপারটা এ রকম যে বেক্সিমকো যুদ্ধ অপরাধের দায়ে ফাঁসির রায় হয়েছে এবং আপীলের প্রেক্ষিতে উর্ধ আদালত শাস্তি ফাঁসি থেকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন এতেই আসামি নিজে খুশী না হলেও তার অনুসারীরা খুব খুশী; সময়ের দিক চিন্তা করলে নভেম্বরের পুরো মাসটাই ডাউন্ট্রেন্ড এর উপর দিয়ে যাবে এবং সূচক পুরোপুরি উর্ধ মুখী হতে হলে তা হবে ডিসেম্বরের ১ম/২য় সপ্তাহ থেকে; তাই বলে সব শেয়ার কারেকশান হবে মনে করাটা ঠিক হবে না, সূচকের সমান্তরাল/ পতনের মাঝেও বেশ কিছু শেয়ার ভালো করছে এবং পরবর্তীতে আরো ভালো করবে; কোন শেয়ারই বর্তমানের দরে পড়ে থাকবে না আগামি ৬ মাসে অধিকাংশ শেয়ারের দর বৃদ্ধি পাবে তা যত বাজে শেয়ারই হোক না কেন, কিছু বেশী কিছু কম বাড়বে এই যা কিন্তু সময় জ্ঞান না থাকলে অতি ভালো শেয়ার নিয়েও লাভ করা যায় না; বাজারের উত্থান পতনে সর্বাধিক উত্তেজিত থাকে ডে ট্রেডারগন, মধবরতিকালিন ও দির্ঘ মেয়াদী বিনিয়োগকারীগণ এত অল্পতেই উত্তেজিত হয়ে পড়েন না; আবেগ একটু খানি সবারই দমিয়ে রাখা দরকার; ALLTEX এর কথা পেজ ওয়ালে ওপেন জানিয়েছি, বোনাস ঘোষণার দিন আমরা ৯.৫ গড়ে ক্রয় করে বর্তমানে ১০০% লাভে রয়েছি এবং গত ৯/১১/২০১৪ ইং তারিখে দিনের শুরুতে লাখ লাখ বিক্রেতা থাকা অবস্থায় খেয়ে ফেলে ঠিক পরেরদিন ২১.৫ টাকায় সেল করে মাত্র এক দিনেই ২০% লাভ তুলে নিয়েছি... এতে করে আমাদেরতো এখন সুইজারল্যান্ডে মাস্তি করার কথা, কিন্তু তা কি দেখতে পারছেন? এই রকম আচানক সুযোগ আসে, নন-ফান্দামেন্তাল/ ভালো শেয়ার এ সুযোগ কাজে লাগিয়ে চুপচাপ লাভ তুলে নিতে পারলেই খুশী, খামাখা কেন এত চিল্লাফাল্লা? ঝুঁকি নিবেন কিন্তু কখনোই তা যেন আপনার আয়ত্তের বাইরে না যায়, আজ দিনের মধ্যভাগে পেজে বেশ কয়েকটি ফেক আইডি আম্র অনুপুস্থিতিতে আজে বাজে কথা লিখে বিনিয়োগকারীদের মনোবল খুন্ন করতে চেয়েছে, কিন্তু একবারও তাদের মনে হলনা যে কালের আবর্তে সকল পেজ/গ্রুপ ইতিহাসের আস্তাখুড়ে নিমজ্জিত হলেও অত্র পেজটি কেন সর্ব প্রথম ও সর্বাধিক জনপ্রিয় হয়ে অক্রিত্তিম হয়ে আছে? ফেসবুকে বিচরন করার সময় পাইনা কিন্তু কিছু ভালো মানুষের দরুন রিপোর্ট পেয়ে যাই, বর্তমানে ফেসবুকে নাকি মারামারি কাটাকাটি চলছে, কে কাকে পচাবে ইত্তাদি...কিছুদিন আগে হট আইটেমের ছড়াছড়ি ছিল; যাই হোক ইতিপূর্বের পোষ্ট সমূহ দেখুন যেখানে সকল নিয়মাবলী বর্ণনা করা হয়েছে, বিনিয়োগ করুন নিজ বিবেচনায় সময়ের তালে তালে, সূচক কিংবা কোন শেয়ারের ২/১ দিনের পতনে ভীত হবার কিছু নাই; শুধু মাত্র নিউজের উপর বিনিয়োগ করবেন না, নিউজের সাথে শেয়ারটির ভবিষ্যৎ ফান্ডামেন্টাল এবং অবস্থান জানতে টেকনিক্যাল এনালাইসিসের সাহায্য নিন; নিউজ ২/১ দিন আগে পড়ে আসতে পারে তাই বলে তারাহুরো করার কিছু নেই; শেয়ার সংক্রান্ত যে কোন প্রয়োজনে আজ সারা রাত আপনাদের সময় দিব ইনশাল্লাহ তবে শুধু মাত্র পেজ মেসেজের মাধ্যমে যোগাযোগ করার অনুরোধ রইল, ওপেন অয়ালে এক ধরনের সমস্যা হয়, ধরুন আপনার কাছে এমন শেয়ার রয়েছে তা বর্তমানে বিক্রয় করাটা ফরজ/ লাভ তুলে নেওয়াতা জরুরী কিন্তু আরেকজন তার কাছে একই শেয়ার অতি উচ্চ দরে ক্রয় করে ধরা খেয়ে বসে আছেন, বিচারে তো ২ জনকেই খুশী রাখা যাবে না তাই না? ধন্যবাদ শুভ রাত্রি [ Please send only page message if you need any further assistant regarding stock market]
Posted on: Wed, 12 Nov 2014 17:13:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015