বাণীঃ #শুভ - ফিনান্স বিভাগ - TopicsExpress



          

বাণীঃ #শুভ - ফিনান্স বিভাগ (১ম বর্ষ ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ-ইউনিটে চান্সপ্রাপ্ত নতুন কচি-কাঁচাদের অভিনন্দন ও স্বাগতম!!! এই খুশির দিনে,,,তোমাদের একটি বাস্তব কথা বলতে চাই,,,যদিও শুনে খুশিটা একটু মলিন হতে পারে। হয়ত,,এই কদিন না খেয়ে,না ঘুম যেয়ে,,,অনেক কষ্ট করেছো,,,শুধুমাত্র সামনের কয়েকটা বছর নিশ্চিন্তে ও সুখে কাটাতে। কিন্তু যেরকম সুখের কথা চিন্তা করতাসো,,,ততটা সুখ এখানে পাবে না।বরং তোমরা এ কয়েকদিন কষ্ট করেছো,,,সামনের আরো ৫-৬ টা বছর কষ্ট করার জন্য। এক্ষেত্রে, তোমাদের কাছে আমার সলিউশন হচ্ছে,,,যে যত তাড়াতাড়ি পারো,মানিয়ে নিতে পারলে ভাল হয়। আর এখনই নিজেদের মহান বা সবজান্তা মনে করে ফেলোনা। এটা হবে তোমার নিজের জীবনের অনেক বড় ভুল।জীবনে শিখার আরও ঢের বাকি। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বড় ভাই ও বোনদের তোমাদের সবচেয়ে ভাল দিক-নির্দেশক হিসেবে পাবে। নিজের প্রয়োজনে তাদের ইচ্ছামত জ্বালানোর অধিকার তোমরা ইতোমধ্যে পেয়ে গেছো। তাই, দ্বিধাদ্বন্দে ভুগার কোন কারণ নেই। তাই,,,আবারো মনে করিয়ে দিচ্ছি সেই ভাব-সম্প্রসারণ টা,, স্বাধীনতা অর্জনের চেয়ে,,,স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন।, দেশের সর্বোত্তম বিদ্যাপিঠ এ সুযোগ পেয়ে,,,এর থেকে বের হয়ে যদি,,,শুধুমাত্র নিজের খাম-খেয়ালীপনার জন্য,,চাকরী না পাও,,,তবে এ দুঃখ সারাজীবনে ও মিটবে না। তাই,,এখানে এসে যত তাড়াতাড়ি নিজের দায়িত্ব বুঝে নিতে পারো। WELCOME TO OUR FBS(Faculty of Business Studies) অথবা বাংলায় যেটা অর্থ করলে দাঁড়ায়,,, স্বাগতম, আমাদের বাঁশবাগানে।
Posted on: Tue, 09 Sep 2014 12:10:03 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015