ব্রেকিং নিউজঃ - TopicsExpress



          

ব্রেকিং নিউজঃ ইন্দোনেশিয়ায় মুসলিম সুন্দরী প্রতিযোগিতা “মুসলিমা ওয়ার্ল্ড” এর চূড়ান্ত পর্বে বাংলাদেশী মেয়ে নাজনীন সুলতানা লিজা। (নিউজ লিংক কমেন্টে) -সংবাদটা পড়েই চিন্তা করতেছিলাম, আল্লাহ না করুন এই বাংলাদেশি মেয়ে লিজা যদি কোনমতে তথাকথিত মুসলিম সুন্দরী “মুসলিমা ওয়ার্ল্ড” হয়েই যায় তাহলে ওকে নিয়ে বাংলাদেশের মিডিয়া কি লাফালাফিটাই না করবে। ওকে নিয়ে গর্বের শেষ থাকবেনা। ওকে নিয়ে ব্রেকিং নিউজ হবে, ওর এক্সক্লুসিভ সাক্ষাৎকার নেওয়া হবে, বড় বড় অক্ষরে পত্রিকার শিরোনাম হবে কারন ও সারা বিশ্বের “মুসলিম সুন্দরী” নির্বাচিত হয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে!! কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে, এই বাংলাদেশেরই কোন ছেলে বা মেয়ে যদি আন্তর্জাতিক কোরআনে হাফেজ প্রতিযোগিতায় প্রথমও হয় তখন দেশের মুখ উজ্জ্বল হয়না। এদের এইসব অর্জনের খবর ব্রেকিং নিউজ আর পত্রিকার শিরোনাম হওয়া তো দূরের কথা গুগল সার্চ দিয়েও বেশীর ভাগ বাংলা সংবাদপত্রে এদের নামটি পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। যার জলন্ত উদাহরণঃ ১। ফারিহা তাসনিম নামের ছোট্ট মেয়েটি যখন ২০১৩ সালের মে মাসে জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত কুরআনে হাফেজ প্রতিযোগিতায় বিশ্বের সেরা বালিকা হাফেজা হিসাবে প্রথম স্থান অধিকার করে তখন তার নাম দু-একটি ডানপন্থী পত্রিকা ছাড়া আর কোন পত্রিকাতেই আসেনি। টিভির সংবাদ?? সে তো বহুদূর। ২। দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ তানভীর ২০১২ সালে সৌদি আরবে অনুষ্ঠিত কুরআনে হাফেজ প্রতিযোগিতায় (৩০ পারা ক্যটাগরিতে) বিশ্বের ৭৩ টি দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে। শুধু তাই নয়, সৌদি আরবে অনুষ্ঠিত কুরআনে হাফেজ প্রতিযোগিতায় ৩৪ বছরের ইতিহাসে এই প্রথম (২০১২ সালে) কোন দেশ (বাংলাদেশ) প্রতিটি গ্রুপে প্রথম স্থান লাভ করে। কিন্তু এতো বড় অর্জনের পরেও তার নাম আমাদের বেশীর ভাগ মিডিয়াতেই আসেনি। ৩। হাফেজ মহিউদ্দিনের নাম কেউ শুনেছেন?? শুনেননি কারন তাকে নিয়ে কোন টিভি চ্যানেল কোন অনুষ্ঠান বা নিউজ করেনি, তার নাম কোন পত্রিকায় ছাপা হয়নি। সে ২০১২ সালে আলজেরিয়ায় অনুষ্ঠিত কুরআনে হাফেজ প্রতিযোগিতায় বিশ্বের ৬০টি দেশের প্রতিযোগীদের ভেতর ২য় স্থান অর্জন করেছিলো। ...বাংলাদেশী জনগণ ও মিডিয়ার সকল আবেগ, উচ্ছ্বাস ও গর্ব এই অর্জনগুলোতে এসে কর্পূরের মত উড়ে যায়! আমি ভেবে কুল কিনারা পাই না, এমন ডাবল স্ট্যান্ডার্ডের কারণ কী? কি অসুস্থ, সংকীর্ণ, নোংরা মন মানসিকতার জাতি আমরা, ভাবতেই লজ্জা লাগে! "ছি" বলে থুতু দেব সেটাও সম্ভব না, চিত হয়ে থুতু ফেললে নিজের গায়েই থুতু পরে কিনা??
Posted on: Wed, 18 Sep 2013 06:42:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015