মেডিকেলে প্রেম-বিয়ের - TopicsExpress



          

মেডিকেলে প্রেম-বিয়ের মতিগতি সমূহ: ১. same year মেডিকেল প্রেম : এক সময় না এক সময় ভাংগবেই ধরে রাখেন। সবচেয়ে রোমান্টিক এবং বিপদজনক প্রেম এটাই। বিয়ের সম্ভাবনা ১০%। তাও আবার মেয়ে বেশী effort দিতে চাইলে,নাইলে 0 মানে আন্ডা। ২. নন-মেডিকেল মেয়ে + মেডিকেলের ছেলে : বিয়ের সম্ভাবনা ৯০ %, যদি ছেলে মন থেকে চায়। ৩. মেডিকেলের মেয়ে + নন মেডিকেল ছেলে: এই প্রেমে যা হয় পুরোটাই বেশীর ভাগ সময় ফ্লার্টিং এবং সময়ক্ষেপন। মেডিকেল মেয়েরা কখনই অন্য প্রফেশনের কাওকে চায় না তেমন একটা, আর মেয়ের ফ্যামিলি তো প্রশ্নই আসে না। ছেলেরা এখানে খেলার পুতুল। relation ছাড়া arrange marriage এক্ষেত্রে সম্ভব না। পারিবারিক চয়েস থাকলেই কেবল এই প্রেম সফলতা দেখে। ৪. প্রাইভেট মেডিকেলের ছেলে + সরকারী মেডিকেলের মেয়ে : অনেকটাই অসম্ভব, কোনও দিনই বিয়ে হবে না সফল হতে হলে ছেলের ক্ষমতা এবং টাকা পয়সা থাকা বাঞ্চনীয়। সম্ভাবনা ৩০ %। 5. সরকারী মেডিকেলের ছেলে + প্রাইভেট মেডিকেলের মেয়ে : এক্ষেত্রে হাস্যকর একটা ব্যাপার হল, তাও মেয়ের বাবা খোজঁ নিবে ছেলেটা সরকারী চাকরি করে কিনা। আর নাইলে বিয়ের সম্ভাবনা ৯০ % ই বলা যায়। ৭. govt মেডিকেলের ছেলে + govt মেডিকেলের মেয়ে : সিনিয়র জুনিয়র হলে পুরা পাংখা প্রেম এটাই। সফলতার সম্ভাবনা ৯৫ % ৮. সিনিয়র মেয়ে + জুনিয়র ছেলে : এর চেয়ে নিজের পায়ে নিজে কুড়াল মারা ভালো। সফল হওয়ার সম্ভাবনা নাই। ৯. প্রাইভেট মেডিকেল ছেলে+মেয়ে : সফলতার হার ফিফটি ফিফটি । note: এর বাইরে exception থাকতেই পারে। exception cant be an example....... (collected)
Posted on: Wed, 01 Oct 2014 17:10:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015