যে কোনো সময় সাকা - TopicsExpress



          

যে কোনো সময় সাকা চৌধুরীর স্ত্রী-ছেলে গ্রেফতার হতে পারেন ঢাকা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের কপি ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যে কোনো সময় গ্রেফতার হতে পারেন সালাহউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের ও তার ছেলে। শুক্রবার বিকালে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি নির্ভরযোগ্য সূত্র শীর্ষ নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, ইতোমধ্যে আমরা জানতে পেরেছি রায়ের কপি ফাঁসের জন্য যে অর্থ প্রদান করা হয়েছে, সেই অর্থ এসেছে সালাহউদ্দিন কাদের চৌধুরীর পরিবার থেকে। আর এই অর্থের লেনদেনের সঙ্গে সালাহউদ্দিন কাদের চৌধুরীর পারিবারিক ম্যানেজার ও তার আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামের সহকারী রফিক সরাসরি জড়িত। এ সব তথ্য ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারকৃত নয়নের কাছ থেকে পাওয়া গেছে বলে সূত্রটি জানায়। ডিবির অন্য একটি সূত্র জানায়, রায় ফাঁসের ঘটনায় বিপুল পরিমাণ অর্থ খরচ হয়েছে। আর এই অর্থের লেনদেন সম্মন্ন হয়েছে কয়েকটি মাধ্যমে। তবে নয়ন খুব কম অর্থ পেয়েছে। সূত্রটি আরো জানায়, এর সঙ্গে আন্তর্জাতিক একটি চক্র জড়িত। তারা লন্ডন থেকে প্রথমে এটি অনলাইনে আপলোড করে। এ তথ্য ফাঁসের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে সূত্রটি শীর্ষ নিউজকে জানায়, সালাহউদ্দিন কাদের চৌধুরীর পরিবার ট্রাইব্যুনালকে বিতর্কিত ও রায় বানচাল করতে এ ঘটনা ঘটিয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ও ছেলের গ্রেফতার হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না জানতে চাইলে ডিবির যুগ্ম কমিশার মনিরুল ইসলাম শীর্ষ নিউজকে জানান, রায় ফাঁসের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে শাহবাগ থানায় দায়েরকৃত মামলায়ই তাদের গ্রেফতার করা হবে। জানা গেছে, শাহবাগ থানায় দায়েরকৃত মামলায় এই দু’জনকে আসামি করা হতে পারে এবং এর পরই এদের গ্রেফতার করা হবে।
Posted on: Sat, 05 Oct 2013 10:44:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015