রাডার: যন্ত্রগোয়েন্দা - TopicsExpress



          

রাডার: যন্ত্রগোয়েন্দা আমেরিকান সৈন্যদের হাতে ওসামা বিন লাদেন মারা পড়েন ২০১১ সালের ১ মে’র দিবাগত রাতে। ঘটনাটা ঘটে পাকিস্তানের অ্যবাটোবাদের সামরিক একাডেমি এলাকায়। অথচ এতো বড় একটা ঘটনা ঘটে গেল পাকিস্তান সরকার, সেনাবাহিনী বা গোয়েন্দা দলের কেউই ব্যাপারটা টের পায়নি! তারা জানতে পারে পরদিন বেলা এগারোটায়, আমেরকার প্রেসিডেন্ট বারাক ওবামার ঘোষণা থেকে। দেশে তো বটেই বিশ্বব্যাপী বোদ্ধা মহলে প্রশ্ন ওঠে পাকিস্তানের সার্বভৌমত্ব নিয়ে। পাকিস্তানী সেনা আর গোয়েন্দা বহিনীর দিকে একের পর এক ধেয়ে আসে নিন্দার তীর। তখন পাকিস্তান সেনাবাহীনির প্রধান নিজেদের পক্ষে যুক্তি খাড়া করেন, রাতে নাকি তাদের রাডার বন্ধ থাকে। কিন্তু মার্কিন সেনাবাহিনির কথাবার্তা আর হাবভাবে স্পষ্ট হয়ে ওঠে, রাডারের সুইচ অন থাকলেও পাকিস্তানি সেনাদের পক্ষে এই অভিযানের ব্যাপারটা টের পাওয়া সম্ভব হতো না। লাদেন বধের অভিযানে বিশেষ একধরনের হ্যালিকপ্টার ব্যবহার করা হয়। এই হ্যালিকপ্টারগুলো রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম। বিস্তারিতঃ zero2inf/list/article/446/radar-detective-instrument#.UeOcttKbd2w কৃতজ্ঞতাঃ জিরো টু ইনফিনিটি
Posted on: Mon, 15 Jul 2013 15:00:01 +0000

© 2015