লেভারেজ(Leverage): আপনার - TopicsExpress



          

লেভারেজ(Leverage): আপনার প্রকৃত মূলধনকে কয়েক গুণ বৃদ্ধি করার কৌশল কে বলা হয় Leverage। আপনার লেনদেন এর সীমা যদি হয় ১০০ ডলার এবং আপনি ১০:১ Leverage করেন তবে আপনার বিনিয়োগের জন্য ১০০০ ডলার হল। আবার আপনার যদি প্রকৃত মূলধন বা লেনদেন এর সীমা ১০০০ ডলার হয় এবং আপনি ১০০:১ Leverage করেন তবে আপনি ১০০০০০ ডলার এর সমপরিমাণ কেনাবেচা করতে পারবেন। এখন কিভাবে বুঝবেন আপনার Leverage কত? মনে করুন আপনার লেনদেন এর বর্তমান সীমা হল ১০০০০ ডলার যা দিয়ে আপনি এক লট USD/JPY Currency Pair কিনলেন যার দাম পরল ১০০০০০ ডলার। এখানে আপনি যে দাম দিয়ে প্রাথমিক ক্রয় এর কাজটি করেছেন তাকে আপনার বর্তমান সীমা এর পরিমাণ দিয়ে ভাগ করলেই আপনার Leverage কত তা জানতে পারছেন যা এখানে ১০:১। অথবা একই সীমাতে আপনি এক লট EUR/USD Currency Pair কিনলেন যার দাম পরল ১৫০০০০ ডলার, ধরুন EUR/USD=১.৫০০০।আপনার Leverageএখানে ১৫:১।
Posted on: Sun, 21 Jul 2013 08:28:39 +0000

Recently Viewed Topics




© 2015