শিয়ারা দাবি করে - TopicsExpress



          

শিয়ারা দাবি করে যে,”মুহাম্মদ(সাঃ)৪০ বছর বয়সের পরের থেকে নবুওয়াত লাভ করেছেন এ কথা বিশ্বাস করার মাধ্যমে নাকি মুসলিমরা বলে মুহাম্মদ(সাঃ)সেই আগের ৪০ বছর অমুসলিম ছিলেন!!!”(নাউজুবিল্লাহে মিন জালিক) অথচ দেখুন শিয়া পুরোহিত হিসাম ইবনে কালবি,আল খারকুশি বলছে যে নবুওয়াতের আগে নাকি মুহাম্মদ(সাঃ)আল উজ্জা,এবং অন্য দেবদেবিদের নামে জন্তু উৎসর্গ করেছিলেন!!! দেখুন শিয়া পুরোহিত আল খারকুসি তার ”সারাফ আল মুস্তাফা”তে লিখেছে যে মুহাম্মদ(সা;) দেবতাদের উদ্দেস্যে নাকি জন্তু উৎসর্গ করেছিলেন।তারপরে সেই জন্তুটিকে রান্না করে জায়েদ ইবনে আমর ইবনে নওফেল এর কাছে নিয়ে যান।তারপরে নাকি তারা ২ জন পরসপরকে বর্বরতার যুগের সম্বোধন করেন!!!মুহাম্মদ(সাঃ),জায়েদ ইবনে আমর আল নওফেলকে খাবারের আমন্ত্রন জানালে জায়েদ ইবনে আমর আল নওফেল,জানতে চান,খাবারগুলি কার নামে উৎসর্গ করেছেন মুহাম্মদ(সাঃ)?,জবাবে মুহাম্মদ(সাঃ) বলেন,”’দেব দেবীদের নামে” উৎসর্গ করেছেন!!!!!(নাঊজূবীল্লাহ) তখন জায়েদ ইবনে আমর আল নওফেল খাবার খেতে রাজি হন নাই বলে শিয়া পুরোহিত উল্লেখ করে!!! শীয়া পুরোহিত হিসাম ইবনে কালবিও বলেছে যে মূহাম্মদ(সাঃ)নাকি দেবী উজ্জার প্রতি পশু কোরবানি দিয়েছিলেণ!!!!! আর এই শীয়া পুরোহিতদের কথাকে ভিত্তি করে খ্রিস্টান মিশনারিরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে ১০০০ বছরের বেশী সময় ধরে।ইবনে কালবি আরো বলেছে যে উজ্জার প্রতি পশু কোরবানি দিয়ে নাকি মুহাম্মদ(সাঃ) সেই যুগের মুশরিকদের ধর্ম অনুকরন করেছিলেন!!!!! আপনারা নিচের লিঙ্ক থেকে দেখুন যে,খ্রিস্টান মিশনারিরা কিভাবে শিয়া পুরোহিতদের কথাকে ব্যবহার করে মুসলিমদের বিভ্রান্ত করার স্পর্ধা করছে। Philip K. Hitti,গিবন এর মত খ্রিস্টানরা এভাবেই শিয়া পুরোহিত দের কথা ব্যবহার করে ইসলাম বিরোধী ইতিহাস রচনা করেছে। Samuel Shamoun ও ঠীক সে কাজ করছে। Samuel Shamoun শিয়া পুরোহিত ইবনে ইসহাকের লেখাও ব্যবহার করেছে মুহাম্মদ(সাঃ) কে নবুওয়াতের আগে মুর্তিপুজক প্রমান করার জন্যে যা আপনারা নিচের লিঙ্ক থেকে দেখতে পাবেন। আর বাংলাভাষাতে আকাশ মালিকের মত ইসলাম বিদ্বেষীরা শিয়া পুরোহিতদের ইতিহাস ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে(সৈয়দ আমীর আলীও ১ জন শীয়া পুরোহিত ছিল,যার লেখা ব্যবহার করে আকাশ মালিক সাহাবাদের বিরুদ্ধে প্রচার চালিয়েছে) answering-islam.org/Shamoun/idolatry.htm The Prophet slaughtered an ewe for one of the idols (nusub min al-ansab); then he roasted it and carried it with him. Then Zayd ibn Amr ibn Nufayl met us in the upper part of the valley; it was one of the hot days of Mecca. When we met we greeted each other with the greeting of the Age of barbarism, inam sabahan. The Prophet said: Why do I see you, O son of Amr, hated by your people? He said, This (happened) without my being the cause of their hatred; but I found them associating divinities with God and I was reluctant to do the same. I wanted (to worship God according to) the religion of Abraham... The Prophet said, Would you like some food? He said, Yes. Then the Prophet put before him the (meat of the ewe). He (that is, Zayd ibn Amr) said: What did you sacrifice to, O Muhammad? He said, To one of the idols. Zayd then said: I am not the one to eat anything slaughtered for a divinity other than God. (Al-Kharqushi, Sharaf al-Mustafa, cited in F. E. Peters, Muhammad and the Religion of Islam [State University of New York Press (SUNY), Albany 1994], pp. 126-127) Ibn al-Kalbi also confirms that Muhammad offered up an ewe to al-Uzza, in accordance with the religion of the people. (Ibid., p. 127) In fact, noted historian of the Arab peoples Philip K. Hitti accepts the veracity of al-Kalbis report: Al-Uzza (the most mighty, Venus, the morning star) had her cult in Nakhlah east of Makkah. According to al-Kalbi, hers was the most venerated idol among the Quraysh, and Muhammad as a young man offered her a sacrifice. (Hitti, History of the Arabs from the Earliest Times to the Present, revised tenth edition, new preface by Walid Khalidi [Palgrave Macmillan, 2002; ISBN: 0-333-63142-0 paperback], p. 99)
Posted on: Sun, 14 Dec 2014 11:21:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015