শুধু তোমার বাণী নয় গো, হে - TopicsExpress



          

শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়ো ॥ সারা পথের ক্লান্তি আমার সারা দিনের তৃষা কেমন করে মেটাব যে খুঁজে না পাই দিশা-- এ আধার যে পূর্ণ তোমায় সেই কথা বলিয়ো ॥ হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা-কিছু সঞ্চয়। হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে-- ধরব তারে, ভরব তারে, রাখব তারে সাথে, একলা পথের চলা আমার করব রমণীয় ॥ Not just your words, O my friend, O dear, Do extend your divine touch to my soul. Fatigue of the road I cover and my day-long thirst, I know not how to quench them all – Help me memorize you fill each corner in the dark. My heart intends to gift, not only to receive, It carries through whatever it has as reserve. Give your hand dear, extend it to mine – Touch it, fill it, I shall keep it along, I shall make my lonely trip a bliss.
Posted on: Thu, 23 Oct 2014 07:22:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015