সাধারণ জ্ঞান:: 1 বিশ্ব - TopicsExpress



          

সাধারণ জ্ঞান:: 1 বিশ্ব শিশু দিবস কবে পালন করা হয়? উ. অক্টোবর মাসের প্রথম সোমবার। 2 বাংলাদেশ বর্ডার গার্ডের সর্বপ্রথম দেয়া নাম – রামগড় লোকাল ব্যাটালিয়ন। 3. ‘চর গজারিয়া’ কোন জেলায় অবস্থিত? উ. লক্ষ্মীপুর। 4. মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘বাঁধনহারা’র পরিচালক কে? উ. এ জে মিন্টু। 5 বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা – ১২ নটিক্যাল মাইল। 6 বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর – এ এন এম হামিদুল্লাহ। 7 বাদুড়ের পায়ের হাড্ডি এতটাই নরম যে, এরা হাঁটতে পারে না! 8 সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কী? উ. নারিকেল জিঞ্জিরা। 9. ইরান প্রথমপারমাণবিক কর্মসূচি কবে শুরু করে? উ. ১৯৫০ সালে। 10. জাতিসংঘের প্রথম ন্যায়পাল প্যাট্রিসিয়া ডুরাই কোন দেশের নাগরিক? উ. জ্যামাইকা। 11দেশে প্রথম ‘রেডিক্যাশ কার্ড’ চালু করে – জনতা ব্যাংক। 12 পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেনকে?উ. নিকোলাস অটো। 13 UNESCO সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষনা করেছে – ৬ ডিসেম্বর ১৯৯৭। 14 একটি জিরাফের বাচ্চা জন্মানোর সময় প্রায় ৫ ফিট উপর থেকে মাটিতে পড়ে, কিন্তু অধিকাংশ সময়ই এরা ব্যাথা পায় না বা আহত হয় না!! 15 ঢাকায় প্রথম বৈদ্যুতিক বাতি জলে – ৭ ডিসেম্বর ১৯০১ সালে আহসান মঞ্জিলে। 16এলিট বাহিনী র্যাব আনুষ্ঠানিক যাত্রা শুরু করে – ২৬ মার্চ ২০০৪। 17 সূচনা ও সূত্রপাত - *কাগজ শিল্প ,অর্থনীতি চর্চা ,কয়লার ব্যবহার ,ফুটবল খেলা ও চা চাষ ----চীনে । *ক্রিকেট ,আধুনিক কল্যান রাষ্ট্র ,রেলগাডির প্রচলন ,ডাকটিকেটের প্রচলন --ইংল্যান্ডে *রিক্সার প্রচলন,কাবাডি খেলা ---জাপান । গনতন্ত্র ও ইতিহাস চর্চা ------ গ্রীসে লোহার ব্যবহার ,চাকা আবিষ্কার ,agricultural ----এশিয়ার মাইনরে *সমাজতন্ত্রের চর্চা ----সোভিয়েত ইউনিয়ন । *লিখিত আইন প্রচলন ----ব্যবিলন (ইরাক) *জাতীয় পতাকার প্রচলন ----ডেনমার্ক । *নারীর ভোটাধীকার ---=নিউজিল্যান্ড । *ন্যায়পাল আইন ----সুইডেন । নিজের সুবিধামতো সময়ে পড়তে শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন্।
Posted on: Mon, 10 Nov 2014 11:44:04 +0000

Trending Topics




© 2015