সতর্ক বানী একটি জরুরী - TopicsExpress



          

সতর্ক বানী একটি জরুরী সতর্ক বানী। আর এই বিশেষ সতর্ক বানী সুধু মাত্র বর্তমান সময়ের ছাত্র ছাত্রীদের জন্য। বর্তমান সময় ভর্তি পরীক্ষা থেকে সুরু করে খাতা দেখা এমনকি রেজাল্ট পর্যন্ত ইন্টারনেট এর মাধ্যমে দেওয়া হয়ে থাকে। কিন্তু বেশির ভাগ ছাত্র ছাত্রী পরীক্ষা দেওয়ার আগে ভয় পাই, এমন কি আমিও। যে আমি পরিক্ষাই পাস করতে পারবতো? রেজাল্ট ভাল করতে পারবতো? আমি ভর্তি পরীক্ষাই চাঞ্জ পাবতো? এরকম ভয় মনের ভিতর কাজ করে। বিশেষ করে অনার্স ভর্তি পরীক্ষায়। জাতীয় বিশ্ববিদ্যালয় এর এক জন সিটের জন্য কমপক্ষে ২৫ জন করে লড়ে। ঢাকা ইউনিভার্সিটির কথাতো বাদই দিলাম। আর এই ভয়এ আমারা পরীক্ষায় চাঞ্জ পাওয়ার জন্য কারও না করো সাহায্য নিয়ে থাকি। আমরা কোন বন্ধু-বান্ধব এর মাধ্যমে জানতে পারি, যে উমক স্যার বা বড় ভাইকে টাকা দিলে সে আমাদের ভর্তি পরীক্ষায় চাঞ্জ পাইয়ে দেবে, আমার করনীয় সুধু পরীক্ষাই আট্টেন্ড করা, বাকি সব বোর্ড এ যোগাযোগ এর মাধ্যমে হয়ে যাবে। আরও প্রতিশ্রুতি দেয় ইংলিশ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান ইত্যাদি সাবজেক্ট পাইয়ে দেবে। এবং মোটা অংকের একটি টাকা নিয়ে নেবে। আর এ রকমই একজন ভন্ডো প্রতারক মানুষ নামের পশু- ঝাওডাঙ্গা কলেজের সমাজ বিজ্ঞানের স্যার, মোঃ আনারুল ইসলাম। মোবাঃ ০১৭১৪-৯৪৯৭৭৮ (GP) ০১৯৩৩-১৯১৫০৫(BL)। সাতক্ষীরা সিটি কলেজের সামনে, “আডিয়াল কোচিং সেন্টার” বা “Admission+” এর পরিচালক এই জানোয়ার। আমাকে সাতক্ষীরা সরকারি কলেজে অনার্স ভর্তি পরীক্ষায় English পাইয়ে দেবে বলে, আমার কাছ থেকে ৫০০০ টাকা নেয়। আমার বলেছিল তুমি সুধু পরীক্ষায় আট্টেন্ড করবা বাকি দায়িক্ত আমার, তোমাকে English পাইয়ে দেওয়ার। আমাকে আরও বলে যে চিন্তা না করতে, কারন সে গত ৯ বছর ধরে এই কাজ করে যাচ্ছে। আমার সাথে আরো ১৮৭ জন ছাত্র ছাত্রী টাকা দিয়েছিল। সবাইকে সে এরকম ভাল সাবজেক্ট পাইয়ে দিবে। পরীক্ষা দিলাম রেজাল্টও পেলাম, সব শেষে আমাকে রিলিজ নিতে হয়েছে সাতক্ষীরা দিবা-নৈশী কলেজে। বর্তমানে আমি দর্শনে পড়ছি। যখন আমি তাকে আমার রেজাল্ট এর কথা বললাম, এবং সব শেষে আমার কলেজ, সাবজেক্ট কোনটাই না পেলাম, আমার টাকা ফেরত চাইলাম, এর পর সে আমার টাকাতো ফেরত দায়নি, উল্টো আমাকে মারার হুমকি দেই। তার সাথে থাকে কিছু রাজনৈতিক ছেলেরা। সে বি,এন,পি এর একজন নেতা। বিস্তারিত জানার জন্য কিছু ছাত্রের মোবাইল নাম্বার ও নাম দেওয়া হলঃ মোঃ জীবন ইসলাম মোবাইল - ০১৯৫২-৯৬৯১৬৮ মোঃ মিলন হসেন মোবাইল -০১৯১৬-৭৪৭৩২৭ ০১৭৪৯-৮৫১৭৩০ মোঃ রাজু হসেন মোবাইল ০১৯৩৫-৭৭৯০৬৩ এ রকম ১৮৭ জন এর কাছ থেকে এ জানয়ার টাকা নিয়েছে। কিন্তু এ ভাবে আর কত দিন যাবে? কত ছাত্র ছাত্রীর জীবন এ ভাবে নস্ট হবে? সে আমাদের কাছে কোন মানি রিসিপ্ট দায়নি, তবে প্রমান সরুপ এই ১৮৭ জন এর আডমিসন এর ফরম তলে এই জানোয়ার, এবং ফরম এ তার মোবাইল নাম্বার দেওয়া আছে। বিষয়টি তদন্ত করার জন্য প্রশাসন সহ জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করছি, এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আকুল আবেদন করছি। বিঃ দ্রঃ কপি অথবা শেয়ার করে ছড়িয়ে দেয়ার জন্য বিনীত অনুরোধ করছি।
Posted on: Fri, 07 Nov 2014 10:07:58 +0000

© 2015