২৬ মার্চ ১৯৭১ কালুরঘাট - TopicsExpress



          

২৬ মার্চ ১৯৭১ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমানের প্রথম স্বাধীনতার ঘোষণাঃ Dear fellow freedom fighters, I Major Ziaur Rahman Provisional President and Commander in Chief of liberation Army do hereby proclaim independence of Bangladesh and appeal for joining our liberation struggle Bangladesh is Independence. We have waged war for the liberation of Bangladesh. Everybody is requests to participate in the liberation war with whatever we have. We will have to fight and liberate the country from the occupation of Pakistani Army. Inshallah, victory is ours. প্রিয় সহযোদ্ধারা আমি মেজর জিয়াউর রহমান বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ও লিবারেশন আর্মির প্রধান হিসাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি এবং যুদ্ধে অংশগ্রহণের জন্য আবেদন জানাচ্ছি। বাংলাদেশ স্বাধীন। আমরা স্বাধীনতা যুদ্ধে নেমেছি। আপনারা যে যা পারেন, সামর্থ অনুযায়ী অস্ত্র নিয়ে বেরিয়ে পড়েন। আমাদেরকে যুদ্ধ করতে হবে এবং পাকিস্তান দখলদার বাহিনীকে দেশ ছাড়া করতে হবে। ইনশাল্লাহ, বিজয় আমাদের সুনিশ্চিত। দ্বিতীয় ঘোষণাঃ ২৭ মার্চ ১৯৭১ I Major Ziaur Rahman Provisional President and Commander in chief of liberation Army do hereby proclaim on behalf of National Leader sheiekh Mejibur Rahman independence of the Bangladesh. আমি মেজর জিয়াউর রহমান, বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ও লিবারেশন আর্মির প্রধান হিসাবে জাতীয় নেতা শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনাতা ঘোষণা করছি।
Posted on: Sun, 30 Mar 2014 12:35:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015