৩৫ তম বিসিএস ব্যাংক - TopicsExpress



          

৩৫ তম বিসিএস ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি জন্য গুরুত্বপূর্ণ ১০০ টি সাম্প্রিতিক প্রশ্ন উত্তর ...।। বাংলাদেশ ------------------------- ১.বাংলাদেশ প্রথম সরকারিভাবে ওষুধ রপ্তানি করতেছে কোন দেশে? =শ্রীলঙ্কায়। ২.SREDA-এর পূর্ণ রুপ কি? =Sustainable and Renewable Energy Development Authority. ৩.১৬জুন ২০১৪বিদেশী মুদ্রার মজুদ কত ডলার ? =২,১০৩কোটি ডলার । ৪.পালকি ,অরুন আলো ,আকাশ প্রদীপ ও রাঙ্গা প্রভাত কি? =বাংলাদেশের বিমানে যুক্ত হওয়া ৪টি সুপরিসর উরোজাহাজ। ৫.বাংলাদেশের কতটি জেলায় রেলপথ যোগাযোগ রয়েছে? =৪৪টি। ৬.বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে দীর্ঘ রেলপথ আছে? =চট্টগ্রামে(১৭৮.৪৫কিমি)। ৭.বাংলাদেশ কত তম দেশ হিসাবে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কে চুক্তি স্বাক্ষর করে? =২০তম । ৮.বাংলাদেশের কোথায় ২৬তম গ্যাস ক্ষেত্র পাওয়া যায়। =নারায়ন গঞ্জ জেলার রূপগঞ্জে। ৯.বর্তমান অনুমোদিত দেশের টিভি চ্যানেল এর সংখ্যা কত? =৪১টি।তথ্য মন্ত্রী ২৫জুন ২০১৪] ১০.দেশের জনগনের মাথাপিছু ঋনের পরিমান কত? =১৬২.২০ডলার বা১২৭০০টাকা। ১১.২০১৩সালে বাংলাদেশে বিনিয়োগ শীর্ষদেশ কোনটি? =যক্তরাজ্য ।১৯কোটি ২০লাখ ডলার। ১২.FAO এর তথ্য মতে বাংলাদেশ আলু রপ্তানিতে বিশ্বে কত তম ? =অষ্টম ৮২লাখ ১০হাজার টন। ১৩.১৯৭১ সাল নিয়ে বই লিখে কানাডিয়ান পুরস্কার লাভ করেন মার্কিন লেখক গ্যারি ব্যাস ,বইটির নাম কি? =ব্ল্যাড টেলিগ্রাম। ১৪.টেকসই ও নবায়ন যোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয় কবে? =২২মে ২০১৪। Posted by #Søpøñhîñ_Ãrûp চল বহু দুর.........
Posted on: Sat, 24 Jan 2015 12:21:32 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015