গত পরশু দেখলাম Inside Man. গুরু - TopicsExpress



          

গত পরশু দেখলাম Inside Man. গুরু Denzel Washinton এর মুভি বলে খুব আগ্রহ নিয়ে দেখলাম। মুভির বিশ্লেষণে যাচ্ছি না কারণ আপাতত রিভিউ লেখার মুডে নাই আর বহুদিন লিখিও না, মাগার যেইটা বলার লোভ সামলাতে পারছি না সেইটা হচ্ছে হলিউডের মুভিতে হিন্দি গানের ব্যাবহার। আগে কখনো দেখি নাই বা খেয়াল করি নাই বলে বেশ ভালো রকমের ধাক্কা খেয়েছি। মুভির শুরুতে এবং শেষে একই গান ব্যাবহার করা হয়েছে তবে শেষে একটু Rap ফ্লেভার দেওয়া হয়েছে। গানটা হচ্ছে Chaiya Chaiya এইটা Dil Se মুভির গান। প্রথমে মুভি শুরুর সাথে সাথে যখন গান শুরু হলো আমি মনে করেছি আমার পিসিতে ক্রোম ওপেন আছে বলে ব্র্যাকগ্রাউন্ডে কোন ওয়েবপেইজে চলছে। পস করার সাথে সাথে দেখলাম গান থেমে গেলো। তাও শিওর হতে না পেরে IMDB তে ঢুঁ মারলাম। Soundtrack এ গিয়ে দেখলাম ক্রেডিট নোট। অনেকদিন লেখা লেখির সাথে যুক্ত নাই বলে গুছিয়ে লিখতে পারলাম না। অবশ্য শুধু নিজের একটা মজার অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করা। নাহলে দিনে অন্তত একখান মুভি ইদানীং দেখার চেষ্টা করি। ফ্রীল্যান্সিং করি বলে অনেক রাত পর্যন্ত জাগি। আর সেই সময়টা কাজে লাগাই মুভি দেখে। কিন্তু ইদানীং আর রিভিউ লেখা হয়ে উঠে না আলসেমির জন্য। যাই হোক এই পোস্ট আর বড় না করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। Happy (রুবেলের হ্যাপী না কিন্তু ;) ) Movie watching. P.S. Director Spike Lee বেটাও আমার মত মনে হয় Denzel Washington রে ভালা পায়, তার মুভিতে Denzel Washington রে বারবার দেখতে পাওয়া থেকে এইটাই বুঝা যায়।
Posted on: Thu, 08 Jan 2015 09:56:26 +0000

Trending Topics



brazilloops Brazilloops are proud to announce this unique
SKR Asset Program Program 5520 Program Features: The program
Animals are capable of suffering. They are also capable of love,
Azir, The Emperor of the Sands is League of Legends Newest
BEST DEALS Brasstech 328/56 Flat Black 1 1/4 O.D. x 8 Slip Joint

Recently Viewed Topics




© 2015