ঘরের বউকে মনে হয় বনের - TopicsExpress



          

ঘরের বউকে মনে হয় বনের বাঘও ভয় পায় :P আজ আমার এক বিদেশী বন্ধুকে দেখি খুব মন খারাপ করে বসে আছে।তাই আমি ওর পাশে বসে জিজ্ঞেস করলাম কি হয়েছে তোমার??? সে যা বলল তার সারসংক্ষেপ এই যে,তার বউ তাদের বাড়ি থেকে অনেক দূরে এক বিখ্যাত টেইলার্সে একটা ড্রেস বানাতে দিয়েছে।আর গতকাল সেই ড্রেসের ডেলিভারি আনার দায়িত্ব তার ওপর পড়েছিল। সে বাসার থেকে বের হয়ে সেখানে পৌঁছে দেখে সেই টেইলার্সের ওয়ার্কিং আওয়ার শেষ তাই দোকান বন্ধ।কি আর করা তাই সে দুরু দুরু কাঁপা বুক নিয়ে বাড়িতে ফিরল কিন্তু যা ঘটে এই ক্ষেত্রে সচরাচর তাই ঘটলো তার সাথে!!!তার বউ তাকে বাড়িতে ঢুকতে দিলোনা।এখন কাল থেকে সে বাড়ি ছাড়া রাতে এক বন্ধুর বাড়িতে ঘুমিয়েছে!পুরাই পাগল অবস্থা!চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট! ওর ঘটনা শুনে আমি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম!আমার বন্ধুর উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি! বিশাল দেহ দেখলে ও ভয় লাগে।ভাল মাসলও আছে!কিন্তু বউয়ের সামনে সব নিস্ক্রিয় :( মনে মনে তখনি খোদাকে আবারও ধন্যবাদ দিলাম আমাকে ব্যাচেলর রাখার জন্য!! পরাধীনতার আরেক নাম বিয়ে..। যে এটা আজ বোঝেনা কাল অবশ্যই বুঝবে গ্যারান্টিড...।
Posted on: Mon, 09 Sep 2013 16:45:37 +0000

Trending Topics



ga-a-venir-Suarez-a-nuestro-equipo-jugaría-el-primer-topic-563022177092046">Si llega a venir Suarez a nuestro equipo, jugaría el primer
Appropriazione indebita di fondi comunitari Blitz della Finanza
Scott & The Texas Twisters have been selected to open this years

Recently Viewed Topics




© 2015