ছোটভাই গত দুইদিন ধরে - TopicsExpress



          

ছোটভাই গত দুইদিন ধরে বাসাতে একটা কথাই বলে দিচ্ছে সামান্য সুযোগ পেলেই - চোরের মন লেরক লেরক। যেমন আম্মুর চোখ এড়িয়ে আমার ঘরে এসে সে কানে ফুল ভলিউম সাউন্ড তুলে Counter Strike (Global offence) খেলছিল। মাঝে হঠাৎ হেডফোন নামিয়ে বলল, আম্মু কি আমাকে ডাকল? আমি বললাম, না। ও তখন একটু হাসে। বলল, বোঝই তো, চোরের মন লেরক লেরক। (কথাটা পছন্দ হইছে আমার :) :) )
Posted on: Fri, 26 Sep 2014 05:21:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015