জীবনে চাওয়া-পাওয়ার - TopicsExpress



          

জীবনে চাওয়া-পাওয়ার হিসাবটা অদ্ভুত। আমার ক্ষেত্রে তো আরো। যা চাই, তা পাই আংশিক। পাইনা আংশিক। আল্লাহ কখনই একেবারে হতাশ করেন না। আবার একেবারে দিয়েও দেন না। পাওয়া না-পাওয়ার মাঝে রেখে দেন। JnU এর ফর্মই তুলতাম না। তাও তুললাম cz সেই ইউনিট এ ইংরেজি ছিল। হ্যাঁ, ইংলিশে পড়তে চাইছিলাম। পরীক্ষা ভালোও হলো। কিন্তু না। ইংলিশ পেলাম না। পেলাম তার just one step পরের LAW। এখানেও চাওয়া টা আপূর্ণই থাকলো। কষ্ট ছিল। কিন্তু এর মধ্যে কল্যানও ছিল। ঐ চেষ্টার কারনেই একসময়ের তীব্র আকাঙ্ক্ষা, সেই কম্পিউটার নিয়ে পড়ার সুযোগ টা আসলো। আব্বুই সাহস করলেন। তার বিশ্বাস, আমি একটু মনোযোগী হলে তার কাছে কষ্টটা সহনীয় হবে। আজকে গণবিশ্ববিদ্যালয় পরিবারের সাথে যুক্ত হলাম। অসাধারণ একটা দিন কাটালাম। সারাদিন ব্যাপি হলো Orientation অনুষ্ঠান খাওয়া দাওয়া, গান বাজনা, পরিচিতি। পুরানো বন্ধুদের খুজে পাওয়া, fb fnd দের দেখা পাওয়া। :) সবাই একসাথে জাতীয় স্মৃতিসৌধে শপথ করলাম। কে মনে মনে আরো কি শপথ করছিল জানিনা, কিন্তু আমি শপথ করছি, তাদের কষ্টটা সহনীয় পর্যায় থেকে একেবারে শুন্যের কোটায় আনবো ইন-শা-আল্লাহ। যতটা তাড়াতাড়ি সম্ভব... My new journey begins... কাল থেকে class শুরু...
Posted on: Sat, 08 Nov 2014 11:58:06 +0000

Trending Topics



.topicsexpress.com/Did-Top-Gear-Lie-About-the-Patagonia-Number-Plate-Incident-Are-topic-1014231428594331">Did Top Gear Lie About the Patagonia Number Plate Incident? Are
Being rich to me isnt a measure of how much you have but rather

Recently Viewed Topics




© 2015