পাবনায় পবিত্র কোরআন ও - TopicsExpress



          

পাবনায় পবিত্র কোরআন ও রাসুল (সা.) নিয়ে ফেসবুকে কটুক্তি পাবনা থেকে মুরশাদ সুবহানী : পাবনায় পবিত্র কোরআন ও রাসুল (সা.) নিয়ে ফেসবুকে কটুক্তি ব্যঙ্গচিত্র প্রকাশ করার প্রতিবাদে উত্তেজিত জনতা বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নি সংযোগ করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পাবনার আতাইকুলা থানা এলাকার বনগ্রামে বাবুল সাহার পুত্র দশম শ্রেণির ছাত্র রাজিব সাহা (১৭) তার ফেসবুকে হযরত মুহাম্মদ (সা.) ও পবিত্র কোরআনের সুরা আহযাবের ৫১ নং আয়াতকে কটুক্তি করে বিকৃতভাবে প্রকাশ করে। এ ঘটনা জানজানি হলে প্রতিবাদে গতকাল শনিবার দুপুরের এলাকার শত শত মানুষ একত্রিত হয়ে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। এক পর্যায়ে উত্তেজিত জনতা রাজীব সাহার বনগ্রাম বাজরের দোকানসহ আশপাশের হিন্দু সম্প্রদায়ের কয়েকটি দোকানে ভাঙচুর বাড়ীতে হামলা ভাঙচুর এবং অগ্নি সংযোগ করে। এ সময় ৪টি মন্দিরে হামলা করা হয় বলে জানা গেছে। বিক্ষুদ্ধ লোকজন রাজিব সাহা’র শাস্তির দাবিতে পাবনা- ঢাকা মহা সড়কে বিক্ষোভ প্রর্দশন এবং রাস্তা অবরোধ করে রাখে। আতাইকুলা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, ঢাকা-পাবনা মহাসড়ক প্রায় আড়াই ঘন্টা অবরোধ করে রাখে বিক্ষুদ্ধ লোকজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট শরিফুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেন এবং এক পর্যায়ে অবরোধকারীদের সাথে কথা বলে অবরোধ তুলে নিতে বলেন। তিনি সাংবাদিকদের জানান, উত্তেজিত জনগণ যাতে আর কোনো অনভিপ্রেত ঘটনা না ঘটায় তার জন্য সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বনগ্রামসহ আশ পাশের গ্রামগুলোতে উত্তেজনা বিরাজ করছে। রাজিব সাহা উপজেলা মিয়াপুর জসিম উদ্দিন স্কুল এন্ড কলেজের ছাত্র। ওই বিদ্যালয়ের অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, ‘তিনি বিষয়টি শোনার পর রাজিব সাহার বাড়িতে গিয়েছিলেন। সেখানে শত শত মানুষজন দেখে ফিরে আসেন।’ এলাকার সাধারণ মানুষ জানান, রাসুল (সা.) এবং পবিত্র কোরআনর আয়াত নিয়ে যে ধরণের কটুক্তি করা হয়েছে তা কোন ইমানদার মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। ফলে গ্রামের নারী-পুরুষ বিক্ষোভে ফেটে পরে। এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিরা এ ধরনের কটুক্তি আর যেন কেউ না করে সে জন্য তারা সকল ধর্ম বর্ণের মানুষকে অনুরোধ জানান সেই সাথে দোষীদের শাস্তির দাবি জানিয়ে আইন নিজের হাতে তুলে নিয়ে বিশৃংখলা সৃষ্টি না করার জন্য পরামর্শ দিয়েছেন।
Posted on: Sun, 03 Nov 2013 09:21:47 +0000

Trending Topics



text" style="margin-left:0px; min-height:30px;"> od Spottera: "Dzisiaj (13.08) widziałem w Kaliszu Pomorskim na
LUVVITT® CLEARVIEW Scratch-Resistant and Flash Friendly Slim
Clearance Deal Seafolly Goddess Sweetheart Pleated Bustier Top
Beethoven Appreciation Month - Day 25 (cont.): Beethoven String
Queensland Government grants environmental approval for $15

Recently Viewed Topics




© 2015