রুয়েটে ১ম বর্ষে ভর্তি ১৮ - TopicsExpress



          

রুয়েটে ১ম বর্ষে ভর্তি ১৮ ডিসেম্বর ...... ( #আমার এলাকার (কুষ্টিয়া) কেউ আছো ? comment করো ) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)এর ২০১৪- ২০১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বি.এসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য মনোনিত ছাত্র-ছাত্রীদের ভর্তি প্রক্রিয়া ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ শামছুল আলম স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় ১ম বর্ষ ভর্তি প্রক্রিয়া শুরু হবে। ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ ও বিইউআরপি বিভাগের জন্য ভর্তি পরীক্ষার ফলাফলের মেধা তালিকায় ০১ থেকে ৬৯০ স্থানপ্রাপ্ত ছাত্র-ছাত্রী এবং আর্কিটেকচার বিভাগের জন্য মেধা তালিকায় ০১ থেকে ৩০ স্থানপ্রাপ্ত ছাত্র-ছাত্রী এবং সংরক্ষিত আসনে ০৫ জন ভর্তি হতে পারবে। বর্ণিত মেধা স্থানপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের শিক্ষা বৃত্তান্ত, ছাত্র-ছাত্রীদের নিবন্ধীকরনের ফরম, ছাত্র-ছাত্রীদের সদন পত্রাদি জমার ফরম ও তাদের বিভাগের পছন্দক্রম নির্ধারিত ফরম (চার কপি) রুয়েট’র ওয়েবসাইট থেকে ডাউনলোড করার পর তা যথাযথভাবে পূরণ করে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় গ্লাস এন্ড সিরামিক ভবনে যাচাই কমিটির নিকট উপস্থিত হতে হবে। এ সময় ছাত্র-ছাত্রীদের অবশ্যই এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সার্টিফিকেট, মূল ট্রান্সক্রিপ্ট ও মূল রেজিষ্ট্রেশন কার্ড, উপজাতীয় প্রার্থীদের উপজাতীর পরিচয়পত্র এবং তিন কপি রঙ্গিন পাসপোর্ট সাইজ ছবি যাচাই কমিটির নিকট দাখিল করতে হবে। ছাত্র-ছাত্রীদের সকল কাগজ পত্রাদি যাচাইয়ের পর একই দিনে তাদের স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য বিবেচিত হওয়ার পর ছাত্র-ছাত্রীদের বিভাগী সমিতির চাঁদা বাবদ ৪০০টা এবং ভর্তি ফি বাবদ ১৫ হাজার টাকা রূপালী ব্যাংক রুয়েট শাখায় জমা দিয়ে ঐ দিনই নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে হবে। কোন প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে ব্যার্থ হলে তার ভর্তির যোগ্যতা বাতিল হয়ে যাবে এবং মেধা তালিকা থেকে পর্যায়ক্রমে শূন্য আসনে ভর্তি করা হবে। প্রথম বর্ষে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যাদি ছাত্র-ছাত্রীদের নিজ দায়িত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসিক ভবনের নোটিশ বোর্ড অথবা রুয়েট ওয়েবসাইট ruet.ac.bd থেকে জেনে নেয়ার পরামর্শ দেয়া হচ্ছে। #Farhan
Posted on: Wed, 17 Dec 2014 15:10:54 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015