WWE Latest News and Rumor •Wrestlemania 31 এ The Rock vs - TopicsExpress



          

WWE Latest News and Rumor •Wrestlemania 31 এ The Rock vs Triple H ম্যাচ হবার অনেক সম্ভাবনা রয়েছে। বেশ কিছু ওয়েবসাইট এই ম্যাচটি হবার কথা বলছেন। আর এভাবেই The Authority ধংস হবে। •Alberto Del Rio এর ৯০ দিন অন্য প্রতিষ্ঠানে না খেলার চুক্তিটি ৯০ দিনের আগেই স্থগিত হয়েছে। যার কারণে নিয়মিত AAA তে খেলতে পারবেন তিনি •ইতিমধ্যে বেশ কিছু ওয়েবসাইট প্রকাশ করেছে যে Rusev কে ইন্টারুপ্ট করে The Rock এর রিটার্ন টি এই ইরার সেরা OMG মোমেন্ট বলে বিবেচিত হয়েছে •The Rock এর সাথে Rusev এর কোন ফিউড আপাতত দেখা যাবেনা •Erick Rowen এবং Luke Harper কে Wyatt Family থেকে বিচ্ছিন করা হয়েছে। তাদের কিছুদিন পর আবার দেখা যাবে •Hell in a Cell পিপিভির পরের RAW তে Ryback রিটার্ন করবেন •November 10-16 এ অনুষ্ঠিতব্য Smackdown এ Chris Jericho ম্যাচ খেলবেন। •Hell in a Cell পিপিভিতে John Cena মুখামুখি হবে Dean Ambrose এর সাথে। ম্যাচটি হবে No holds Bar contract on a poll ম্যাচ। যারমানে No Submission, Pin,DQ,Countout. শুধুমাত্র ট্রানবাকলে একটি পোলে একটা ব্যাগ ঝুলানো থাকবে। যে আগে নিতে পারবে সে Seth এর সাথে খেলবে।
Posted on: Sat, 11 Oct 2014 09:06:55 +0000

Trending Topics



mandat oleh
With all due respect to the creator and admins of this group ,
Good morning, good night and everything in between. Wont be
You gotta be kidding me! Not only did the FIA do everything in

Recently Viewed Topics




© 2015