আজ মুক্তি যুদ্ধের একটা - TopicsExpress



          

আজ মুক্তি যুদ্ধের একটা ভিডিও ক্লিপ্স দেখলাম মুভি না বিভিন্ন চ্যানেলের খবর থেকে সংগ্রহ করা,আমাদের বিরোধীদলিও নেত্রী বেগম খালেদা জিয়া বলেন যে জয় বাংলা বলে স্লোগান নাই স্লোগান নাকি হবে বাংলাদেশ জিন্দাবাদ কিন্তু যুদ্ধের অই ভিডিও ক্লিপ্সে আমি এমন স্লোগান ঈ পাই নি আরো বলেন যে আমাদের নেত্রী নাকি ইন্ডিয়ার সাথে জড়িত উনি কি এটা জানেন যে এই বাংলাদেশ গড়ে তুলার জন্য ইন্ডিয়ার অবদান কতটা আমরা সাধারণ জনগন এখনো সচেতন হচ্ছি না বরং সেই পাক-বাহিনির দালালি করে যাচ্ছি।তবে আমি আজ সচেতন কারন ভিডিও টা দেখে এই শিক্ষাই পেলাম যে আওয়ামীলীগগের জন্য জীবন দেওয়া মানে একটা শান্তিপূর্ণ দুর্নীতি মুক্ত দেশের আশাই জীবন দেওয়া।
Posted on: Fri, 16 Aug 2013 00:34:58 +0000

Trending Topics



n-height:30px;">
For all my friends, whether close or casual, just because. One of
Epirus, Thessaly, Roumeli, Attica, Megara, the greater part of

Recently Viewed Topics




© 2015