জীবনে সুখী হওয়ার কয়েকটি - TopicsExpress



          

জীবনে সুখী হওয়ার কয়েকটি সহজ নিয়মঃ ১. অন্তর থেকে সকল ঘৃণা দূর করা- সবাইকে ক্ষমা করে দিন। ২. মনকে দুশ্চিন্তামুক্ত রাখা- বেশিরভাগ টেনশানের বিষয়গুলোই বাস্তবে ঘটে না। ৩. সাধারণভাবে জীবন যাপন করা- নিজের যা আছে তাতেই সন্তুষ্ট থাকুন। ৪. নেয়ার চেয়ে বেশি দেয়া। ৫. মানুষ থেকে কম কিন্তু সৃষ্টিকর্তার কাছে বেশী কামনা করা। . . ৬.সত্য পথে চলুন। ৭.গুরুজনদের কথায় অমান্য হবেন না। ৮.ভুল থেকে শিক্ষাগ্রহণ করুন। ৯.নিন্দুকদের সম্মান করুন। ১০.দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ও ধর্মের বিধি-বিধান মেনে চলুন।
Posted on: Thu, 23 Oct 2014 07:42:09 +0000

Trending Topics



dy" style="min-height:30px;">
Drop price .crazy sale 9pcs ps3 original games FOR ONLY $70
While the spending bill contained several good reforms, it

Recently Viewed Topics




© 2015