শেষ বিকেলে আজ যখন এই - TopicsExpress



          

শেষ বিকেলে আজ যখন এই প্রকূতিকে দুইচোখ ভরে দেখার সৌভাগ্য হল,তখন পিছন ফিরে তাকাতে ইচ্ছে করছিল না ৩টা পাহাড় ডিঙিয়ে যাওয়া,প্রচণ্ড পাহাড়ী ঢলের মধ্য দিয়ে পাললিক শিলায় হেঁটে যাওয়া,খুব পিচ্ছিল শিলায় হেটে যাওয়া,হঠাত্‍ স্লিপ খেয়ে ভেসে চলে যাওয়া,পানিতে সবার মোবাইল-ক্যামেরা ভিজে যাওয়া,অজানা পাহাড়ী রাস্তায় হেটে যাওয়া আর সর্বোপরি সারাদিনের অক্লান্ত পরিশ্রমের কথা।এখন ফিরছি চট্টগ্রামের পথে।অসাধারণ এই রোমাঞ্চটা সত্যিই অসাধারণ॥
Posted on: Tue, 20 Aug 2013 14:05:21 +0000

Recently Viewed Topics




© 2015