হরতাল সফল, আন্দোলন - TopicsExpress



          

হরতাল সফল, আন্দোলন চলবে: ইসলামী দল পবিত্র হজ, মহানবী (সা.) ও তাবলিক জামাত নিয়ে কটূক্তিকারী আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর গ্রেপ্তার দাবিতে ডাকা হরতাল সারা দেশে সফল ও স্বতঃস্ফূর্তভাব ে পালিত হয়েছে বলে দাবি করেছে সম্মিলিত ইসলামী দল। রবিবার সকাল-সন্ধ্যা হরতাল শেষে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনের সদস্য মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান এ দাবি করেছেন। তিনি বলেন, ‘লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য শাস্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি এবং ঈমানী দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আগামীতে আন্দোলন আরো কঠোর হবে। সরকার দাবি মানতে বাধ্য হবে।’ জাফরুল্লাহ খান বলেন, ‘সরকার ও তাদের এজেন্টরা হরতাল প্রতিহতের ঘোষণা দিয়েছিল। এরপরও তৌহিদী জনতা হরতাল সর্বাত্মকভাবে সফল করেছে। তারা দেশের অফিস, আদালত, ব্যাংক- বীমা, শিক্ষাপ্রতিষ্ঠান, দোকান- পাট, ব্যবসা প্রতিষ্ঠানসহ গণপরিবহন বন্ধ রেখে গোটা দেশ অচল করেছে।’ তিনি বলেন, তৌহিদী জনতা তাদের ঈমানী দাবির তাগিদে এই হরতাল পালন করেছে। কিন্তু দুঃখের বিষয় সরকার হরতাল প্রতিহতের ঘোষণা দিয়ে দলীয় সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীকে মাঠে নামিয়েছে। তারা বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ হরতাল পালনকারী জনতার ওপর হামলা করেছে। উল্লেখ্য, রবিবারের হরতালে রাজধানী ঢাকাতে তেমন প্রভাব পড়েনি। সকালের দিকে সড়কগুলো ফাঁকা থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে গণপরিবহন বেড়েছে। দোকান-পাটও খুলেছে। তবে দূরপাল্লার কোনো যানবাহন রাজধানী ঢাকা ছেড়ে যায়নি। আবার ঢাকার বাইরে থেকেও কোনো পরিবহর রাজধানীতে প্রবেশ করেনি। হরতালে বরাবরের মত রেল চলাচল স্বাভাবিক ছিল।
Posted on: Sun, 26 Oct 2014 13:28:29 +0000

Trending Topics



Best Price Chill It - Wine Bag Beer Bottle Cooler & Ice Chiller
The memory of the evening says Refer sees two lovers in the
Pensamentos Fortuitos. Não compreendo a mudança que muitos

Recently Viewed Topics




© 2015