--------------বাজি-------------- written - TopicsExpress



          

--------------বাজি-------------- written by---ফারজানা___ববি -কি রে সজিব, মন খারাপ কেন? -আর বলিস না, সীমার পেছনে কিছুদিন লাইন মারলাম। মেয়েটা পাত্তাই দিল না ! -কি বলিস! সীমার মত মেয়ে তোকে পাত্তা দেয়নি! আমি হলে তো বাঁদর নাচ নাচাতাম। -আরে রাখ! কত কি করলাম, তবু মেয়ে পটল না আর তুই ..... -যদি পটাতে পারি? -যা খেতে চাস, খাওয়াবো। -পাক্কা? -একদম ! সজিব-অপুর কথোপকথন। এরপর অপুর মেয়ে পটানো মিশন শুরু হয়। যেখানে সীমা, সেখানেই অপু। মোবাইল নাম্বার যোগাড় করে ফোন দিল। বন্ধুর কাছে হেরে যাবার ভয়ে দাঁতে দাঁত চেপে সীমার খারাপ ব্যবহার, অপমান সহ্য করে নিল। ভালবাসার পরীক্ষায় সীমার অন্যায় আবদার হাসিমুখে মেনে নিয়েছে। সীমাও আস্তে আস্তে দুর্বল হতে লাগল। বেচারা তার মন পাওয়ার জন্য এত করছে! একসময় হৃদয় কাঁপিয়ে ভালোবাসি কথাটি বলেই ফেলল। অপু লাফিয়ে উঠলো। সজিবকে সাথে সাথে ফোন দিলো, দোস্ত, মাইয়া কিন্তু পটাইয়া ফেলছি। কবে খাওয়াবি? অপুর কাজ শেষ। সে সীমাকে এভয়েড শুরু করল। সীমার ফোন রিসিভ করে না, ম্যাসেজের রিপ্লাই দেয় না। সীমার মাথায় ধরে না, যে ছেলেটা এত ভালবাসত কিভাবে তার এতটা পরিবর্তন হয়। একসময় সীমার জোরাজুরিতে অপু বলেই ফেলে তার গার্লফ্রেন্ড আছে। শুধুমাত্র বন্ধুর সাথে বাজি ধরে স্রেফ মজা করার উদ্দেশ্যে কাজটি করেছে ! সর্বশেষ আপডেট : সীমার নির্ঘুম বালিশ ভেজা রাত। একরাশ ঘৃনা ছেলেদের প্রতি। এটা কোনো কাল্পনিক গল্প নয়, আমার খুব কাছ থেকে দেখা একটি ঘটনা। শুধু নামগুলোই কাল্পনিক। এমন ঘটনা অহরহ ঘটছে। ভাইয়াদের বলছি, খেলাধুলার অনেক উপকরণ আছে, প্লিজ মন নিয়ে খেলবেন না। আজ একজনের মন নিয়ে টি-টোয়েন্টি খেললেন, কাল আপনার মন নিয়ে কেউ টেস্ট খেলতে পারে। কষ্টটা কোথায় লুকাবেন? আপুদের বলছি, সম্পর্কে জড়ানোর আগে সময় নিন, ভাবুন, খোঁজ-খবর নিন। হুট-হাট ডিসিশনের ফলাফল কখনো ভালো হয় না।
Posted on: Mon, 10 Nov 2014 05:32:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015