-------বি ইউনিট নিয়ে কিছু - TopicsExpress



          

-------বি ইউনিট নিয়ে কিছু কথা---- বি ইউনিট সম্পর্কিত অনেক প্রশ্নের সমাধানই আশা করে পাওয়া যাবে এই পোস্ট থেকে প্রথমেই বি ইউনিটে কোন কোন সাবজেক্ট আছে তা নিয়ে বলছি:- ১।আইন-১০০ ২।ইংরেজি-১১০ ৩।বাংলা-১০০ ৪।ইতিহাস-১০০ ৫।ইসলামের ইতিহাস ও সংস্কৃতি-১০০ ৬। ইসলামিক স্টাডিজ-১০০ ৭।দর্শন-১০০ মোট আসন=৭১০ প্রশ্নের ধরণ:- বাংলা-২৪ ইংরেজি-২৪ সাধারণজ্ঞাণ-২৪ মোট প্রশ্ন=৭৪ প্রতিটি প্রশ্নের মান ১ এবং প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ কাটা হবে। কি ধরনের প্রশ্ন হয়:- গতবছরের কয়েকটি প্রশ্ন তুলে দিচ্ছি এতে আপনি অনুমান করে নিতে পারেন কি ধরনের প্রশ্ন হতে পারে---- বাংলা: ১।তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি- কোন ধরনের বাক্য? A)সরল B) যৌগিক C)মিশ্র D)জটিল ২।তুলার তৈরি এক কথায় কি হয়? A)তুলোট B)তুলটে C)তুলতুলে D)তুলার মতো ৩।আষার -শ্রাবণ দুই মাস বসন্তকাল- বাক্যটিতে কোন গুনের অভাব? A)প্রাঞ্জলতা B)যোগ্যতা C)আসক্তি D)আকাঙক্ষা ৪।বিলাসি গল্পে ব্যবহৃত ফোর্থ ক্লাস শব্দটি বর্তমানে কোন শ্রেনিকে বোঝানো হয়? A)সপ্তম শ্রেণি B)চতুর্থ শ্রেণি C)নবম D)অষ্টম শ্রেণি ইংরেজি: 1.Selectcthe correct sentence- A)The roads of Dhaka is wider than Khulna B)The roads of Dhaka are wider those of Khulna C) The roads of Dhaka are wider then those of Khulna D)The roads of Dhaka is wider than those of Khulna 2 Choose the antonym of Tangible- A)concrete B)mainifest C)initial D)abstract 3.If the parliamentary body--,the bill will be placed in the parliament. A)approved B)Had approved C)approves D) has approved 4.The phrasemake headway means-- A)doing hard work B)to make progress C)to make Loss D) to find highway সাধারণ জ্ঞাণ: ১।বাংলাদেশের কোথায় কমনওয়লথ সমাধি রয়েছে? ক) চট্টগ্রাম ও কুমিল্লা খ) কুমিল্লা ও লক্ষীপুর গ) ঢাকা ও গাজীপুর ঘ) কোনটিই না ২।ফুটবল খেলোয়ারদের জার্সিতে নম্বর লাগানোর প্রথা চালু হয় কোন সালে? ক)১৯২৫ খ)১৯৩৫ গ)১৯৩৯ ঘ)১৯২৯ ৩।প্যারিস প্যাক্ট স্বাক্ষরিত হয়- ক)১২ আগস্ট ১৯২৭ খ)২৭ আগস্ট ১৯২৮ গ) ৩ নভেম্বর ১৯২৮ ঘ)৫ জানুয়ারি ১৯২৯ ৪।নারী ক্ষমতায়নে ২০১২ সালে বাংলাদেশের অবস্থান কত? ক)৫ খ)৮ গ)৯ ঘ)১০
Posted on: Tue, 09 Sep 2014 15:33:49 +0000

Recently Viewed Topics




© 2015