----- একটি ফেসবুকিও প্রেম - TopicsExpress



          

----- একটি ফেসবুকিও প্রেম । জান্নাত ফেসবুকে নতুন, কিছুদিন আগেই আই ডি টা খুলেছে। অল্প কয়েকজন ফ্রেন্ডলিষ্টে। সবাই প্রায় পরিচিত। গল্প, উপন্যাস পড়তে ভালবাসে ও। গল্প পোস্ট হয় এমন কয়েকটা পেজে লাইক দেয় ও। গল্পগুলো পড়তে খুব ভাল লাগে ওর। প্রতিদিনের মত ফেসবুকে ঢুকে গল্প পড়ছিল ও, একটা গল্প অসাধারণ লাগে ওর কাছে, গল্পের লেখক এর নাম রাহাত। একটা কমেন্ট এ লেখক কে দেখতে পায় সে। কিছু চিন্তা না করে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায় ও। পরেরদিন ফেসবুকে ঢুকে দেখে রাহাত ফ্রেন্ড রিকুয়েস্ট কনফার্ম করেছে। রাহাত কে নক করে জান্নাত। শুরু হয় তাদের কথা বলা- - আচ্ছা,আপনি এত ভাব নেন কেন? - মানে?? - আপনার ইনফো তে দেখলাম যে পর্যাপ্ত mutual ফ্রেন্ড না হলে রিকুয়েস্ট কনফার্ম করব না? - আসলে ফেসবুক এ অনেক এ রিকুয়েস্ট দেয় তারপর আর ফেসবুকে আসে না তাই। - ও,আচ্ছা কিন্তু ভাবটা কিন্তু চরম। - ও,তাই নাকি? জানতাম না। - ওমা এটাও জানেন না? - না জানতাম না। - আপনি কি জানেন? - আসলে এটাও জানি না। - আপনি আসলে পাগল। - হয়ত বা। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে কথা। তারপর আবার রাত ৭টা থেকে রাত ৪টা পর্যন্ত চ্যাটাং। এভাবে চলতে থাকে কয়েকদিন,এর মধ্যে জান্নাতের ছবিও দেখে সে যদিও আই ডি কোনও ছবি ছিল না। রাহাত জান্নাতের প্রেমে পরে যায় , আজকে সব কিছু ও জান্নাতকে বলবে। সন্ধা ৭টায় ফেসবুকে আসবে ও। ৬টা থেকে ফেসবুক এ বসে আছে রাহাত,৮টা বাজে জান্নাতের কোনও খোজ নেই। ৯টায় ফেসবুকে আসে জান্নাত নক করে রাহাত কে। - তুমি কি আছো? - আছি কিন্তু তোমার সাথে কথা বলব না। - কেনও? - এই তোমার ৭টা? - সরি, বাসায় মেহমান ছিল। একটা স্যাড ইমো পাঠায় রাহাত। আবার সরি পাঠায় জান্নাত। ৫মিনিট থেকে কোনও রিপ্লাই তাই রাহাতের।আবার জান্নাতের ম্যাসেজ। - কি কথা বলবা না? - না। - ওকে কথা বলতে হবে না। বাই। - এই দাড়াও কথা বলব। আবার কথা শুরু ওদের, ঠিক রাত ১টা রাহাত বলে, - জান্নাত আমি তোমাকে ভালবাসি, - এত রাতে ফাইজলামো করিও নাতো ভাললাগে না। - আমি সিরিয়াস। - আবার? - বিলিভ কর আমি সিরিয়াসস - তোমার ফাইজলামো বন্ধ করবা? - তুমি বিশ্বাস করতে চেষ্টা কর আমি সিরিয়াস। - দেখ, এগুলা আমার ভাল লাগে না। - আচ্ছা আর বলব না কিন্তু আমি তোমাকে সত্যি ভালবাসি। -আচ্ছা এগুলা বাদ দাও ঘুমাও এখন, সকালে তোমার ক্লাস আছে, - ওকে, কালকে দুপুর এ আসিও চ্যাটে । - ওকে। গুড নাইট, টেক কেয়ার। সেম টু ইউ। বলে একটা লাভ স্টিকার দেয় রাহাত। ওপাশ থেকেও একটা লাভ স্টিকার আসে, যাক সে সফল বলে ঘুম দেয়। এভাবে চ্যাটিং চলতে থাকে ওদের , জান্নাত মুখে না বললেও রাহাত বুঝতে পারে যে ওকে জান্নাত ভালবাসে। এভাবে ভালই চলছিল । হটাত একদিন জান্নাত ফেসবুক এ আসে নাই, রাহাত চিন্তিত, রাত ১২টায় ফেসবুকে আসে জান্নাত, - কেমন আছ? - ভাল, তোমার কি হইছিল?? আসো নি কেন?? - আসলে একটা বিষয় চিন্তা করলাম। - কি? - তোমার সাথে এভাবে কথা বলা ঠিক হচ্ছে না আমার, কিন্তু তোমাকে এভোয়েট ও করতে পাচ্ছি না। তুমি আমাকে ব্লক করে দাও এটাই ভাল হবে। রাহাত কি বলবে বুঝতেছে না, অনেক ভাবে বলব ওকে আর জ্বালাব না তোমাকে। বলে ফেসবুক থেকে বের হয় ও। পরের দিন ম্যাসেজ করতে গিয়েও করে না রাহাত। না আর থাকতে পাচ্ছে না রাহাত জান্নাত নামটা সার্চ দেয় ও। নাহ, আই ডি তো আসে না। আগের ম্যাসেজ গুলো চেক করতে গিয়ে দেখে জান্নাতের নীল নামটা কালো হয়ে গেছে। রাহাত কি বলবে বুঝতেছে না, মনের অজান্তেই চোখ দিয়ে পানি আসে ওর, ফেসবুক নামটা চেঞ্জ করে ফেলে। সব মেয়েকে লিষ্টে থেকে রিমুভ করে ও। জান্নাত ওকে ব্লক করে নি ওর আই ডি টা ডিজেবল হয়ে গেছে। নতুন আই ডি দিয়ে রাহাত নাম টা খোজে ও পায় না । ভাবে রাহাত হয়ত ওকে ব্লক করেছে। জান্নাত ও নিজের আই ডি নেম চেঞ্জ করে ফেলে। কেউ কাউকে ব্লক করে নি তারপর ও তাদের যোগাযোগ নেই। রাহাত প্রায় খুঁজে আই ডি টা পায় না। জান্নাতের অবস্থাও একই। এভাবেই শেষ হয় একটি মধুর ফেসবুকিও প্রেম। এখন ও দুইজন চেয়ে থাকে নোটিফিকেশন এ কখন ওখানে লেখা ভাসবে রাহাত/ জান্নাত ওয়ান্টস টু বি ইওর ফ্রেন্ড। লিখা- : অচেনা বালক
Posted on: Sun, 06 Jul 2014 08:05:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015