- আসলামুয়ালাইকুম তুই - TopicsExpress



          

- আসলামুয়ালাইকুম তুই বাপের কথা ভুলে গেছিস? - ওয়ালাইকুমুস সালাম নারে বাপ ভুলি নাই! আমার মেয়েতো তোর ভরসায় গাজীপুরে পাঠালাম - হুহ ভাল। তা মেয়ের বিয়ের দাওয়াত কখন দিচ্ছ - কিসের বিয়ে? ঠিক বুঝলাম না। ওতো তোর সাথেই ...দেরী আছে। - আমি কিন্তু সব জানি... 3:) (তারপর আমি নির্ভয়ে বান্ধবীর রিলেশনের কথা গড়গড় করে সব বলে দিলাম। আন্টি গম্ভীর হয়ে গেল আমার কথা শুনে) ঐদিন বিকালে কোচিংয় থেকে ফিরছিলাম পুরোটা ক্লাসেই বান্ধবী আমার সাথে কোন কথা বলে নাই! - কিরে তোর মুখ এতো গম্ভীর কেন? - তুই আম্মুকে সব বলে দিলি কেন? আম্মু আমাকে অনেক জেরা করল এসব নিয়ে। কাজটা ঠিক করলি না তুই -_- - কেন তুইতো সেদিন বললি তার কথা বলেছি আম্মুকে। তাইতো আমি জিজ্ঞেস করাতে সব বলে দিলাম, খারাপ কি করলাম! - আমি কি বলেছি যে তার সাথে রিলেশন আছে। আমি বলেছি ভাইয়াটার সাথে মাঝে মাঝে কথা হয়। আর সে আমাদের পাশেই ছিল ত্রকসময়, আম্মু তাকে ভাল করেই চিনে, তাই কিছু মনে করে নাই! - তো আমাকে সব খুলে বলবি না, যাক শালা! সবতো প্যাঁচ লাগিয়ে দিলাম ....Sorry :( - না ভালই হয়েছে! ও আম্মুর সাথে ফোনে কথা বলেছে এই প্রথম। আম্মুই ফোন দিতে বলেছিল তোর কথা শুনার পর। ^_^ - এহ হে হ হে দেখলিতো কেমন সব সেটিং করে দিলাম! ;) - থাপ্পর দিয়ে দাঁত সব ফেলে দিব ফাজিল পেটে কোন কথা থাকেনা :3 (এই বলে সে লজ্জা আর রাগ মিশ্রিত অনুভূতি নিয়ে বিদায় নিল) বিঃদ্রঃ এখন তারা বিবাহিত দম্পতি তাদের জন্য সবাই দোয়া করবেন!
Posted on: Mon, 13 Oct 2014 03:00:01 +0000

Trending Topics



stion-and-number-of-responses-to-the-survey-Do-you-topic-10151494227183587">The question and number of responses to the survey. Do you
Save A Life Sunday 💜PLEASE SHARE DANALI💜 This handsome boy
#ImaginaRomanticoConBill Max te presento a su primo Guatav, quien

Recently Viewed Topics




© 2015