--একবার এক লোক সাগর পাড়ে - TopicsExpress



          

--একবার এক লোক সাগর পাড়ে চোরাবালিতে আটকা পড়ে যায়। তখন আশেপাশের মানুষ তাকে টেনে উদ্ধার করে। মিডিয়া সংবাদ প্রচার করে সাগরপাড়ে লোকটাকে উদ্ধার করেছে। --কিন্তু, সেই স্থানীয় রিপোর্টারের তোতলামির প্রবলেম থাকার কারনে রিপোর্টে বলে, ছাগলপালে লোকটাকে উদ্ধার করেছে। --মুহুর্তেই মিডিয়া, পত্রপত্রিকায়, সারাদেশে সেই ছাগলপালের সুনাম ছড়িয়ে যায়। সরকারি লোকজন মাঠপর্যায়ে নেমে সেই ছাগলপালের অনুসন্ধান করতে থাকে। অবশেষে এক খোলা ময়দানে দেখতে পায় একদল ছাগল মনের সুখে ঘাস চিবাচ্ছে। --অনুসন্ধানকারী দল ছাগলগুলোর ঘাস চিবানোর স্টাইল দেখেই নিশ্চিত হয়ে যায় এরাই সেই উদ্ধারকারী ছাগলবাহিনী। তারপর ছাগলগুলোর পিছনে দৌড়ে দৌড়ে যতগুলো সম্ভব ধরে এনে তাদেরকে বাংলাদেশ ফায়ার সার্ভিসে নিয়োগ দিয়ে দেয়। --আজও সেই ছাগলগুলো সসম্মানে ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রমের দায়ীত্ব পালন করে যাচ্ছে। এদিকে সেই ছাগলগুলোকে ধরার সময় কিছু ছোট ছোট ছাগল ধেই ধেই করে নাচতে নাচতে পালিয়ে যায়। --যখনই বড় ছাগলগুলো বাংলাদেশে কোন দূর্ঘটনায় উদ্ধারকাজে নামে, তখনই এই ছোট ছাগলগুলো টিভির সামনে বসে তাদের সিনিয়রদের উদ্ধারকাজে ছাগলামি দেখে খুশিতে ধেই ধেই করে নাচে আর ফেসবুকে বিশেষ- অজ্ঞের মত স্ট্যাটাস দেয়। --এতো পরিমান বিশেষ-অজ্ঞ পৃথিবীর আর কোন দেশে আছে কিনা জানি না। --তবে আজ সারাদিনে দেখা গেল বাংলাদেশে অনেককিছুর অভাব থাকলেও বিশেষ-অজ্ঞের অভাব নেই। --যখন একটি শিশু ৪০০ ফুট গভীরে আটকা পড়ে মৃত্যুর প্রহর গুনছে, তখন একদল বিশেষ-অজ্ঞ গো-বেষণা করছে-- তাকে দেওয়া জুসটা কি টিকটিকি খেয়েছে, নাকি তেলাপোকা খেয়েছে! --আরেকদল গো-বেষণা করে, এটা কি নাটক, নাকি টেলিফিল্ম, নাকি সিনেমা! --আরেক দল গো-বেষণা করে, পাইপটা কি ৩০০ ফুট, ৪০০ ফুট নাকি ৬০০ ফুট গভীর!!!! --আরেক দলের বিশেষ-অজ্ঞের গো- বেষণা রিপোর্টে জানা যায়, বিএনপির সমাবেশ বন্ধ করতেই জিহাদকে পাইপে ফেলে দেওয়া হয়েছে। --যে কোন ইস্যুর লেজ ধরেই এই রাজনৈতিক টানাটানির মত জঘন্য স্বভাবটা নতুন নয়... এটা আমাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি। --বেলা শেষে একটা কোয়েশ্চন থেকেই যায় এই বিশেষ-অজ্ঞদের কাছে-- আজ যদি আপনার কোন আপনজন ঐ পাইপে আটকা পড়তো, আপনার গো- বেষণার রিপোর্টটা ঠিক কেমন হতো??? --আসলে শুধু জিহাদ পাইপে আটকা পড়ে নি... আটকা পড়েছে আমাদের বিবেক, আমাদের বুদ্ধি, আমাদের মনুষ্যত্ব। --আজ শুধু বলবো না- Rest in peace Jihad... But also, Rest in peace our emotion, our judgment, our humanity..... Muhiul Islam Munna
Posted on: Sat, 27 Dec 2014 18:06:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015