- সারাটা দিন কেটেছে তার - TopicsExpress



          

- সারাটা দিন কেটেছে তার একটা ফোন কল আর মেসেজ পাবার আশায় । অনেক কল আর মেসেজ পেয়েছি শুধু তার টা ছাড়া :) আমি তেমন একটা অনলাইন হই না,কিন্তু আজ অনেক বার হয়েছি, শুধু একটা মাত্র নক পাবার আশায় :( সে অনেকের সাথেই টেক্সটিং করে শুধু আমি ব্যাতীত -_- !! - বড্ড মনে চাচ্ছিলো একটা ফোন/টেক্স দিতে কিন্তু নিজের #EGO এর কাছে পরাজিত হতে হয়েছে…… :3 নাহলে ও 100+ বার এর উপরে মোবাইলটা হাতে নিয়ে তার নাম্বারটায় ডায়াল করেছি কিন্তু দু:খের বিষয় রিং টা বাজার আগেই লাইন ড্রপ করেছি :( [Because of my EGO] - রাগারাগি/মান অভীমান হতেই পারে :/ কিন্তু তার মানে এই না যে এটাই সম্পর্কের ইতি -_- [যাকে যতবেশী ভালবাসা যায় তার উপর ই ততবেশী রাগ/অভীমান করা যায় । ]
Posted on: Tue, 04 Nov 2014 14:19:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015