:-D আমার গেমিং ও কিছু - TopicsExpress



          

:-D আমার গেমিং ও কিছু স্মৃতি: ১) একবার #_IRON_MAN গেমটা ইনস্টল দিছি।জিপিইউ,সিপিইউ ভালো ছিল না।আর ইনস্টলেও বোধহয় কি সমস্যা করছিলাম।গেম শুরু হইয়ায় কিছুক্ষন পর একটা Error আসল।লেখাটা পইড়া আমার ত আক্কেল গুড়ুম!!! IRON MAN has stopped working. :O সর্বনাশ করছে!!!!!আয়রনম্যান কাম ছাইড়া দিল! :O ২) একবার Assassins Creed Revolutions খেলতেছি।সিরিজে আমার প্রথম দেখা আর খেলা গেম এইটা।তখন রাস্তা দিয়া যাবার সময় কিছু ভিক্ষুক ভিক্ষা চায়।এরা মোটেও ছাড়তে চায় না!এদের জ্বালায় কোথাও যাইতে পারতেছি না!দিলাম কয়েকটারে মাইরে! Game Over মানে Desynchronized হইয়া গেল নীরিহদের মারার জন্য! পরেরবার ওদের দেইখা ছুটতে যাইয়া সৈন্যদের মধ্যে পইড়া বাঁশ গেল!এমনকি ভিক্ষুকদের হাত থেকে বাঁচতে লাফ ঝাপ দিয়াও মরছি!! -_- Revolution এ ওপেন ওয়ার্ল্ড এ আমারে ভিক্ষুকরাই মারছে বেশী! -_- ৩) আরেকবার PES 12 খেলতেছিলাম হার্ড মানে Top player দিয়া।অনেক কষ্টে আমার আর্জেন্টিনারে দিয়া ব্রাজিলরে দুইটা গোল দিছি।Pause দিয়া মোবাইল ধরতে গেলাম।আইসা দেখি তাড়াহুড়ায় দুইবার Esc চাপ পড়ায় গেম Pause→Resume হইছে! হালার ব্রাজিলেরা ফাঁকা মাঠে হাফ ডজন গোল দিয়া ফালাইছে! :( ৪) আর একবার Marvel ultimate Alliance খেলতেছি।একটা BOSS মরেই না! Dr Doom! রাত দুইটা বাজে! তখনও খেলতেছি, ডুমের লাইফ প্রায় শেষ! এসময় লোডশেডিং!! Ups না থাকায় সারারাতের খেলা গেম সেভ করতে পারলাম না! ওইসময় এত জোরে টেবিলে ঘুষি দিছিলাম যে ডুম সামনে থাকলে যতই powerful হোক, ওই ঘুষিতেই.... হাতে অবশ্য ব্যাথা হইছিল।বাসায় প্রচার হইছিল আমি খেলার সময় নাকি চেয়ার টেবিলের সাথে মারামারি করি! -_- :-P ৫) Need For Speed Hot Persuit এ গাড়ী চালাইতে যাইয়া একবার চেয়ার নিয়া পড়ছিলাম নিচে।হুড়মুড় শুনে সবাই হাজির! আম্মু জিজ্ঞাসা করল,পড়লি কেন? বললাম,হার্ডব্রেক করলাম ত তাই! আম্মু: চেয়ারে ব্রেক করলি মানে!!!! :O গেম খেলা বন্ধ! উল্টাপাল্টা কথা শুরু করছিস।মাথা ঘুরতেছে? আমি: -_- ***** আপনাদেরগুলিও শেয়ার করবেন। :-D Happy Gaming! :-)
Posted on: Sat, 19 Jul 2014 14:53:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015