-নীলা তুমি কার সাথে - TopicsExpress



          

-নীলা তুমি কার সাথে ওয়েটিং ছিলে এতক্ষন ধরে? -ভাইয়া ফোন করছিল! -৪৫ মিনিট ধরে!কি রকম ভাই? -মামাতো ভাই! -রিলেশন করবে নাকি? -Shut up!ও আমার ভাই। -আচ্ছা কাল রাত্রে কার সাথে কথা বলছিলা? -ফুফাতো ভাই ফোন করছিল। -ওহ্,আর সকালে? -বান্ধবী ফোন করছিল? -বান্ধবীর সাথেও আধাঘন্টা? -জী। -কাল ভোরে কার সাথে কথা বলছিলে? -বান্ধবীর সাথে,পরীক্ষা তো তাই ঘুম থেকে তুলছে। -তুমি তো বলেছো পরীক্ষা শেষ। -ইয়ে মানে -কি কি বল বল? -ক্লাস পরীক্ষা। -তুমি তো বলেছিলে পরীক্ষার জন্য কলেজ বন্ধ। -ওহ্ মনে পড়ছে,কোচিং ক্লাস পরীক্ষা। -কাল রাত ২ টা পর্যন্ত ফেসবুকে কি করছিলে? -ভাইয়াকে আমার ছবি দিচ্ছিলাম। -তুমি বলেছো তোমার ভাই ফেসবুক ব্যবহার করেনা। -মামা তো ভাইকে! -কি!! -ইশ্।না না ছবি দেইনি। -যতবার ফোন দেই বিজি কেন? -ফোন থাকলে তো কল আসবেই। -আর তুমি তো চুটিয়ে ৫০টা প্রেম করবেই,তাইনা? -মানে,বাজে কথা বলবে না। -চুপ!আমি সব জেনেছি,তুমি কয়েকটা প্রেম কর। -জানলে জানছো। অতঃপর ব্রেকাপ। আজকাল ভালবাসার অবস্থা এমন,চারদিকে মিথ্যে অভিনয়ের ছড়াছড়ি,এর কষ্ট ভোগ করে কিছু ভাল ছেলে।আজকাল সত্যি কোনটা বোঝা দায়।তাই বুঝে শুনে রিলেশনে যাওয়াটা ভাল।
Posted on: Wed, 21 Jan 2015 09:10:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015