,হাহাহা... .. . একেই বলে - TopicsExpress



          

,হাহাহা... .. . একেই বলে ট্রিকস! একটু আগে কারেন্ট বিল দিতে গিয়াতো সিরিয়াল দেখে আমার মাথায় হাত! খেলার টিকিট লয়তে গেলেও ইরাম ভির হয় না। কি আর করা লাইনে দারায়া বিল দিতে গেলে ২টা বেজে যাবে ও আজকে আর বিল দেয়া হপ্পে না ফলে ১৫% জরিমানা গুন্তে হবে! তাই একটু ট্রিকস খাটানোর জন্য ওয়েট করতেছিলাম আর সুযোগটাও পেয়ে গেলাম! একটা নাদুস নুদুস আপু এলো বিল দিতে ও সে বিল দিচ্ছিলো(মেয়েদের লাইনে ওনি ছাড়া আর কেও ছিল না)। একটু ভাব নিয়ে আপুর পাশে দারালাম আর কিছু...... ..... .... ,.......... পিরামিড: এক্সকিওজমি আপু! আপু: (আমার দিকে তাকালেন) পি: আমার বিলটা একটু দিয়ে দেবেন প্লিজ! আ: আমারটাতো দেয়া হয়ে গেছে:-) পি: No Problem. আপনি চাইলেই দিতে পারবেন:-/ তিনি বিলটা নিলেন ও পে করে দিলেনB-) যারা লাইনে ছিল তারা হা মেরে আমার দিকে তাকিয়ে রইলো আর আমি মুচকি হেসে বাইরে সিরিতে দারিয়ে রইলাম আপুকে ধন্যবাদ দেব বলে:-) ১০সেকেন্ডের মধ্যেই আপু এলো ও তাকে বল্লাম, "ধন্যবাদ আপু, আপনি আমার অন্নেক সময় বাচিয়ে দিলেন!" আপু: Its ok. no problem. ব্যাংক থেকে বাইরে বেরিয়ে রিকশা নিলাম(আমি সাধারণতো রিকশায় চরি না কিন্তু হালকা বৃষ্টি হচ্ছিল বলে নিলাম)। কলোনির ভেতরে ডুকে দেখলাম পুলিল একজন সন্ত্রাসীকে ধরে নিয়ে যাচ্ছে... .. . ২৭-০৬-১৩,
Posted on: Thu, 27 Jun 2013 06:01:33 +0000

© 2015