1. ণ-ত্ব বিধি অনুসারে কোন - TopicsExpress



          

1. ণ-ত্ব বিধি অনুসারে কোন বানানটি ভুল? পুরোনো ধরন পরগণা রূপায়ণ Correct answer is : ধরন 2. ইলেক বা লোপ চিহ্নের বিরতিকালের সময় কত? ১ (এক) বলতে যে সময় প্রয়োজন ১ বলার দ্বিগুন সময় ১ সেকেন্ড থামার প্রয়োজন নেই Correct answer is : থামার প্রয়োজন নেই 3. বাংলা একাডেমী কোন্ বছর প্রতিষ্ঠিত হয়? ১৯৫৫ খ্রি. ১৩৫৫ বঙ্গাব্দ ১৯৫২খ্রি. ১৩৫২ বঙ্গাব্দ Correct answer is : ১৯৫৫ খ্রি. 4. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রে নাম- নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী মধুসূদন ও কুমুদিনী গোবিন্দলাল ও রোহিনী সুরেশ ও অচলা Correct answer is : গোবিন্দলাল ও রোহিনী 5. আরজ আলী মাতুব্বর কী হিসেবে পরিচিত? কবি নাট্যকার দার্শনিক কথাসাহিত্যিক Correct answer is : দার্শনিক 6. ভারতের তোতা পাখি বলা হত কোন কবি কে? কবি আলাওল মালিক মোহাম্মদ জয়সী মহাকবি ফেরদৌসি কবি আমির খসরু Correct answer is : কবি আমির খসরু 7. ফণিমনসা- কাব্যের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম আহসান হাবীব সিকানদার আবু জাফর হাসান হাফিজুর রহমান Correct answer is : কাজী নজরুল ইসলাম 8. নিরানব্বইয়ের ধাক্কা- বাগধারাটির অর্থ- তীরে পৌঁছার ঝক্কি সঞ্চয়ের প্রবৃত্তি মুমূর্ষু অবস্থা আসন্ন বিপদ Correct answer is : সঞ্চয়ের প্রবৃত্তি 9. ‘মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর’- এ পঙক্তিটি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম শেখ ফজলুল Correct answer is : শেখ ফজলুল করিম 10. কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন? আঠারো শতকের শেষার্ধে ও ঊনিশ শতকের প্রথমার্ধে ষোড়শ শতকের শেষার্ধে ও সপ্তদশ শতকের প্রথমার্ধে সপ্তদশ শতকের শেষার্ধে ও আঠারো শতকের প্রথমার্ধে ঊনিশ শতকের শেষার্ধে ও বিশ শতকের প্রথমার্ধে Correct answer is : আঠারো শতকের শেষার্ধে ও ঊনিশ শতকের প্রথমার্ধে 11. নির্দিষ্টতা বোঝাতে সংখ্যাবাচক শব্দের সঙ্গে কোনটি যুক্ত হয়? এক গোটা টাক টি Correct answer is : টি 12. কমলে কাহিনী কার নাটক? মাইকেল দীনবন্ধু রবি ঠাকুর কায়কোবাদ Correct answer is : দীনবন্ধু 13. পাঞ্জেরি কবিতা কোন ছন্দে রচিত ? অমিত্রাক্ষর পয়ার মাত্রাবৃত্ত সনেট Correct answer is : মাত্রাবৃত্ত 14. বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ উপন্যাস এর চরিত্র কণটি? কুন্দনন্দিনী শ্যামাশুন্দরি বিমলা রোহিণী Correct answer is : কুন্দনন্দিনী 15. দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির? ননদ প্রিয় শিষ্যা আয়া Correct answer is : ননদ 16. উচ্চারণের একক কে কি বলা হয়? অক্ষর অনুসর্গ উপসর্গ ধ্বনি Correct answer is : অক্ষর 17. পদ বা পদাবলী বলতে কী বুঝায়? লাচাড়ী ছন্দে রচিত পদ্য বা কবিতাবলি পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা বাউল বা মরমী গীতি বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গুঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি Correct answer is : পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা 18. ‘তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ- শৈত্য শীতল উত্তাৎ হিম Correct answer is : শৈত্য 19. বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয় ? নবম ত্রয়োদশ শতকে ষোড়শ শতকে উনিশ শতকে Correct answer is : উনিশ শতকে 20. ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ রচিত - কবিতার নাম গল্প সংকলনের নাম উপন্যাসের নাম কাব্য সংকলনের নাম Correct answer is : উপন্যাসের নাম 21. সৈয়দ মুজতবা আলী যে ছদ্মনামে লিখতেন_ সত্যপীর রায়পিথৌরা টেকচাঁদ A+C Correct answer is : A+C 22. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস- কোন নাটকের গদ্য অনুবাদ? মার্চেন্ট অব ভেনিস কমেডি অব এররস অ্যা মিডসামার নাইটস ড্রিম টেমিং অব দ্য শ্রু Correct answer is : কমেডি অব এররস 23. বঙ্গভাষা- সনেটটি কোন ছন্দে রচিত? অক্ষরবৃত্ত মাত্রাবৃত্ত স্বরবৃত্ত অমিত্রাক্ষর Correct answer is : অক্ষরবৃত্ত 24. গোঁফ-খেজুরে -এ বাগ্‌ধারাটির অর্থ কী? আরামপ্রিয় উদাসীন নিতান্ত অলস পরমুখাপেক্ষী Correct answer is : নিতান্ত অলস 25. ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর এর পারিবারিক পদবি চট্রোপাধ্যায় চক্রবর্তী বন্দোপাধ্যায় ঠাকুর Correct answer is : বন্দোপাধ্যায় 26. মিলনরাত্রি উপন্যাসটি কার লেখা? সোমেন চন্দ স্বর্ণকুমারী দেবী হরপ্রসাদ শাস্ত্রী সৈয়দ শামসুল হক Correct answer is : স্বর্ণকুমারী দেবী 27. ঘরে বাইরে- উপন্যাসটি কার লেখা? আলাওল কাজী দীন মহম্মদ কাজী মোতাহের হোসেন রবীন্দ্রনাথ ঠাকুর Correct answer is : রবীন্দ্রনাথ ঠাকুর 28. ‘Intellectual’ শব্দের বাংলা অর্থ- মেধাবী বুদ্ধিমান বুদ্ধিজীবী মননশীল Correct answer is : বুদ্ধিজীবী 29. বাইরের জগৎ সম্পর্কে জ্ঞান নেই এমন ব্যক্তিকে বলা হয় - মূর্খ কূপমণ্ডূক ক্ষুদ্রমনা বর্বর Correct answer is : কূপমণ্ডূক 30. আদ্যোপান্ত- শব্দটির সন্ধিবিচ্ছেদ আদি+পান্ত আদ্য+পান্ত আদ্য+উপান্ত Correct answer is : আদ্য+উপান্ত 31. ফেকলু পার্টি বাগধারাটির অর্থ কি? ক্ষমতাসীন পার্টি বিরোধী পার্টি কদরহীন লোক নিকৃষ্ট লোক Correct answer is : কদরহীন লোক 32. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা য়েতা নয়? লাঙ্গল ধূমকেতু নবযুগ সুধাকর Correct answer is : সুধাকর 33. ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ- কে রচনা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সুনীতিকুমার চট্টোপাধ্যায় মুহাম্মদ শহীদুল্লাহ মুহাম্মদ এনামুল হক Correct answer is : সুনীতিকুমার চট্টোপাধ্যায় 34. ‘সংশপ্তক’ কার রচনা? মুনীর চৌধুরী শহীদুল্লাহ কায়সার জহির রায়হান শওকত ওসমান Correct answer is : শহীদুল্লাহ কায়সার 35. তন্বী শব্দটির সন্ধি-বিচ্ছেদ কোনটি? তনু + ঈ তন + ঈ তনুই + ই তন + ইনী Correct answer is : তনু + ঈ 36. নদীর একপাশ থেকে গুন টেনে নৌকাকে মাঝনদীতে রেখেই সামনের দিকে নেয়া সম্ভব হয় কিভাবে? নদী স্রোতের ব্যবহার করে যথাযথভাবে হাল ঘুরিয়ে গুন টানার সময় টানটি সাম্নের দিকে রেখে পাল ব্যবহার করে Correct answer is : যথাযথভাবে হাল ঘুরিয়ে 37. সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লী তৈরি করা হয়েছে কোন রাষ্ট্রে? যুক্তরাষ্ট্র ভারত জাপান নেপাল Correct answer is : জাপান 38. হাইড্রোজেন মৌলের অণুতে পরমাণুর সংখ্যা কত? এক দুই তিন চার Correct answer is : দুই 39. পরমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসাবে কোন ধাতু ব্যাবহার করা হয়? সোডিয়াম পটাসিয়াম ম্যাগনেসিয়াম জিংক Correct answer is : সোডিয়াম 40. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? ৮ মিনিট ২০ সেকেন্ড ৮ মিনিট ১০ সেকেন্ড ২০ মিনিট ৮ সেকেন্ড ১ ঘণ্টা ২০ মিনিট Correct answer is : ৮ মিনিট ২০ সেকেন্ড 41. জীবজগতের জন্যে সবচেয়ে ক্ষতিকারক রশ্বি কোনটি ? আলট্রা-ভ্যায়োলেট রশ্মি বিটা রশ্মি আলফা রশ্মি গামারশ্মি Correct answer is : আলট্রা-ভ্যায়োলেট রশ্মি 42. বিগ ব্যাং তত্ত্বের আধুনিক তত্ত্ব ব্যাখ্যা উপস্থাপন করেছেন - স্টিফেন হকিং জি লেমেটার আব্দুস সালাম এডুইন হাবল Correct answer is : স্টিফেন হকিং 43. কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই থাকে কারন- বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান Correct answer is : বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান 44. সাবান তৈরির প্রধান উপাদান কি? প্রিজ চর্বি নারিকেল পামতেল Correct answer is : চর্বি 45. কোন খাদ্যে পর্যাপ্ত পরিমাণ আমিষ নেই? মাছ আনারস ডাল দুধ Correct answer is : আনারস 46. রঙ্গিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয় ? গামা রশ্মি বিটা রশ্মি কসমিক রশ্মি রঞ্জন রশ্মি Correct answer is : গামা রশ্মি 47. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? ২৫ জোড়া ২৬ জোড়া ২৩ জোড়া ২৪জোড়া Correct answer is : ২৩ জোড়া 48. কিসের অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বত হয় ? দস্তা সালফার নাইট্রোজেন পটাশিয়াম Correct answer is : সালফার 49. দুধ কে টক করে? ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস প্রোটোজোয়া Correct answer is : ব্যাকটেরিয়া 50. সাধারন স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেক্ট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহার হয় তা হল - নাইট্রিক এসিড সালফিউরিক এসিড এমোনিয়াম ক্লোরাইড হাইড্রোক্লোরিক এসিড Correct answer is : সালফিউরিক এসিড 51. পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়? ১৯৫০ ১৯৪৮ ১৯৪৭ ১৯৫৪ Correct answer is : ১৯৫০ 52. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত ? ভাওয়াল ও মধুপুরের বনভূমি পার্বত্য চট্টগ্রামের বনভূমি সিলেটের বনভূমি খুলনা, বরিশাল ও পটুয়াখালির বনভূমি Correct answer is : ভাওয়াল ও মধুপুরের বনভূমি 53. বাংলাদেশে কৃষি উন্নয়নে রাষ্ট্রপতি পুরস্কার চালু হয় কত সালে? ১৯৯৫ ১৯৯৬ ১৯৯৭ ১৯৭৯ Correct answer is : ১৯৯৬ 54. সংবিধানের কোন অনুচ্ছেদে আমার সোনার বাংলাকে জাতীয় সংগীত হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে? ৩য় ৪র্থ ৫ম ৬ষ্ঠ Correct answer is : ৪র্থ 55. সম্প্রতি কোলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশী ছবি – ওরা এগার জন গেরিলা আবার তোরা মানুষ হ স্টপ জেনোসাইড Correct answer is : গেরিলা 56. বাংলাদেশের প্রথম কিশোর সংশোধন কেন্দ্রটি কোথায়? চাঁদপুর যশোর টঙ্গী কোনাবাড়ি Correct answer is : টঙ্গী 57. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত ? ২২৫ নটিক্যাল মাইল ২০০ নটিক্যাল মাইল ২৫০ নটিক্যাল মাইল ১০০ নটিক্যাল মাইল Correct answer is : ২০০ নটিক্যাল মাইল 58. নাফ নদীর দৈর্ঘ্য কত কি.মি ? 56 53 54 55 Correct answer is : 56 59. প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব প্রতিবেশ দিবস(World habitat day) পালিত হয়? প্রথম সোমবার দ্বিতীয় সোমবার তৃতীয় সোমবার চতুর্থ সোমবার Correct answer is : প্রথম সোমবার 60. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? ১৯২১ ১৯৬১ ১৯৬৬ ১৯৭০ Correct answer is : ১৯৬১ 61. দেশে ১ম বারের মত কত টি জেলা শহরে আয়কর মেলা হয়? ৭ ৯ ১১ ১৩ Correct answer is : ১১ 62. সোনাদিয়া দ্বীপের আয়তন কত? ৮ বর্গ কি. ৯ বর্গ কি. ১০ বর্গ কি. ১১ বর্গ কি. Correct answer is : ৯ বর্গ কি. 63. বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে? ৫৭ জন ৬০ জন ৬২ জন ৬৫ জন Correct answer is : ৬০ জন 64. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? ১৯১১ সালে ১৯২১সালে ১৯৩১ সালে ১৯৪১সালে Correct answer is : ১৯২১সালে 65. বাংলাদেশ হতে ভারতে প্রবেশকারী নদী কোনটি? কুলিখ নাফ মাতামহুরী সাঙ্গ Correct answer is : কুলিখ 66. বাংলাদেশের নৌবাহিনীর প্রতীক কী? বলাকা শাপলা নৌকা কাছিবেষ্টিত নোঙর Correct answer is : কাছিবেষ্টিত নোঙর 67. প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বুঝানো হতো? বগুড়া ও দিনাজপুর অঞ্চল কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল ঢাকা ও ময়মনসিংহ অঞ্চল বৃহত্তর সিলেট অঞ্চল Correct answer is : কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল 68. শাসন বিভাগের সমালোচক কে? আইন সভা সংসদীয় কমিটি মন্ত্রিসভা জাতীয় সংসদ Correct answer is : জাতীয় সংসদ 69. স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে? ৪ ফেব্রুয়ারি, ১৯৭২ ২৪ জানুয়ারি, ১৯৭২ ১৬ ডিসেম্বর, ১৯৭২ ৪ এপ্রিল, ১৯৭২ Correct answer is : ৪ এপ্রিল, ১৯৭২ 70. বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা ? চাটার্ড ব্যাংক ন্যাশনাল ব্যাংক গ্রামীণ ব্যাংক এবি ব্যাংক Correct answer is : গ্রামীণ ব্যাংক 71. সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই? মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল ভুটান Correct answer is : মালদ্বীপ 72. হরিপুর কেন বিখ্যাত? পেট্রোলিয়াম কয়লা প্রাকৃতিক গ্যাস সিমেন্ট কারখানা Correct answer is : পেট্রোলিয়াম 73. বড় পুকুরিয়া কয়লা খনি আবিষ্কার হয় কোন সালে? ১৯৮০ ১৯৮৫ ১৯৮১ ১৯৮২ Correct answer is : ১৯৮৫ 74. পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে? ৩ টি ৫টি ৭ টি ৯ টি Correct answer is : ৩ টি 75. বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি? বরিশাল রংপুর খুলনা সিলেট Correct answer is : সিলেট 76. বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? খুলনা ঢাকা চট্টগ্রাম বাগেরহাট Correct answer is : চট্টগ্রাম 77. উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মিন্টো লর্ড কার্জন লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড ওয়াভেল Correct answer is : লর্ড মাউন্ট ব্যাটেন 78. ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? শীতলক্ষ্যা বুড়িগঙ্গা ধরলা বংশী Correct answer is : বুড়িগঙ্গা 79. বাংলাদেশে মহিলা পুলিশ কবে চালু হয়? ১৯৭২ B.১৯৭৩ ১৯৭৪ ১৯৭৫ Correct answer is : ১৯৭৪ 80. হিন্দু বিবাহ নিবন্ধন ফি কত টাকা নির্ধারণ করা হয়েছে? ৫০০ টাকা ১০০০ টাকা ১৫০০ টাকা ১৭০০ টাকা Correct answer is : ১০০০ টাকা 81. ওভাল অফিস কোথায় অবস্থিত? রাশিয়া যুক্তরাস্ট্র যুক্তরাজ্য কানাডা Correct answer is : যুক্তরাস্ট্র 82. নিচের কোনটি ইসরায়েল এর গোয়েন্দা সংস্থা? KGB MOSSAD DCRI ISI Correct answer is : MOSSAD 83. শাতিল আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম- দামেস্ক চুক্তি আলজিয়ার্স চুক্তি কায়রো চুক্তি বৈরুত চুক্তি Correct answer is : আলজিয়ার্স চুক্তি 84. জাতিসংঘে প্রথম বাংলায় ভাষন দেন কে? শেরে বাংলা একে ফজলুল হক শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান শেখ হাসিনা Correct answer is : শেখ মুজিবুর রহমান 85. UN এর দাপ্তরিক ভাষা নয় কোনটি ? পর্তুগীজ ফরাসি মান্দারিন রুশ Correct answer is : পর্তুগীজ 86. CIA কোন দেশের গোয়েন্দা সংস্থা? যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জার্মানী Correct answer is : যুক্তরাষ্ট্র 87. এইডস রোগ সর্বপ্রথম কত সালে আবিষ্কৃত হয়? ১৯৪০ ১৯৫০ ১৯৮১ ১৯৭৫ Correct answer is : ১৯৮১ 88. ওডার-নীস নদী - পশ্চিম জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক পশ্চিম জার্মানি ও চেকোশ্লোভাকিয়ার মধ্যে সীমা নির্ধারক পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক পূ জার্মানি ও চেকোশ্লোভাকিয়ার মধ্যসীমা নির্ধারন Correct answer is : পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক 89. ADR - Alternative Disaster Reduction Alternative Drama Reproduction Alternative Dispute Resolution Alternative Development Resrouces Correct answer is : Alternative Dispute Resolution 90. MI6 কোন দেশের গোয়েন্দা সংস্থা? ইসরাইল যুক্তরাজ্য ফ্রান্স জার্মানী Correct answer is : যুক্তরাজ্য 91. ১১তম এশিয়ান গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার নাম- পিকিং স্পোর্টস স্টেডিয়াম বেইজিং স্পোর্টস স্টেডিয়াম ওয়ার্কার্স স্টেডিয়াম, বেইজিং চায়না স্টোর্টস স্টডিয়াম Correct answer is : ওয়ার্কার্স স্টেডিয়াম, বেইজিং 92. কচুরিপনা কোন দেশ থেকে বাংলাদেশে আসছে? ভারত মেক্সিকো ব্রাজিল চীন Correct answer is : মেক্সিকো 93. বি-৫২ কী? এক ধরনের যাত্রীবাহী বিমান এক বিশেষ ধরনের হেলিকপ্টার এক ধরনের বোমারু বিমান ভূমি হতে শূণ্যে ‍নিক্ষেপণযোগ্য এক ধরনের ক্ষেপণাস্ত্র Correct answer is : এক ধরনের বোমারু বিমান 94. সদর দপ্তর নেই কোন সংস্থার? NAM NATO APEC IMF Correct answer is : NAM 95. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কতো তারিখে? ১লা অক্টোবর ১৯৩৯ ১লা ডিসেম্বর ১৯৩৯ ১লা অক্টোবর ১৯৪১ ১লা সেপ্টেম্বর ১৯৩৯ Correct answer is : ১লা সেপ্টেম্বর ১৯৩৯ 96. যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কী? জর্জ ওয়াশিংটন আব্রাহাম লিংকন রুজভেল্ট কেনেডী Correct answer is : আব্রাহাম লিংকন 97. অলিম্পিকের প্রতীকে কতটি বৃত্ত আছে? ৩ ৪ ৫ ৬ Correct answer is : ৫ 98. Organisation of African Unity কত সালে প্রতিষ্ঠিত হয়? ১৯৬০ সালে ১৯৬২ সালে ১৯৬৩ সালে ১৯৬৪ সালে Correct answer is : ১৯৬৩ সালে 99. মরনোত্তর নোবেল পেয়েছেন কে? রিচার্ড কুন এডলফ বুটেনান্ট এরিক কার্লফেন্ট বরিস পেস্তারনাক Correct answer is : এরিক কার্লফেন্ট 100. UNIFEM এর সদর দপ্তর কোথায়? জেনেভা ওয়াশিংটন ডিসি নিউইয়র্ক ভিয়েনা Correct answer is : নিউইয়র্ক 101. ২৫ গ্রামের একটি সোনার গহনায় সোনা ও তামার অনুপাত ৪ঃ১। গহনাটিতে আর কতটুকু সোনা মেশালে এতে সোনা ও তামার অনুপাত ৫ঃ১ হবে? ৫ গ্রাম ৬ গ্রাম ১০ গ্রাম ২০ গ্রাম Correct answer is : ৫ গ্রাম 102. পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অংকের বৃহত্তম সংখ্যার অন্তর কত? 9 10 1 -1 Correct answer is : 1 103. ২0 জন বালক ও ১৫ জন বালিকার গড় বয়স ১৫ বছর | বালকদের গড় বয়স ১৫.৫ বছর হলে, বালিকাদের গড় বয়স কত ? ১৫ বছর ১৬.৫ বছর ১৪.৩৩ ১৫.৩৩ Correct answer is : ১৪.৩৩ 104. নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০ ও ৫কিলোমিটার।নদী পথে ৪৫কিঃমিঃ দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে- ৯ ঘন্টা ১২ ঘন্টা ১০ ঘন্টা ১৮ ঘন্টা Correct answer is : ১২ ঘন্টা 105. ১২ ও ৯৬ এর মধ্যে (এই দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য? ২১ ২৩ ২৪ ২২ Correct answer is : ২২ 106. কোন সংখ্যাটি ক্ষুদ্রতম? ১/১১ ৩/৩১ ২/২১ √০.০২ Correct answer is : ১/১১ 107. পরস্পরকে স্পর্শ করে আছে এমন তিনটি বৃত্তের কেন্দ্র,P,Q,R এবং PQ=a,QR=b,RP=c হলে P কেন্দ্রিক বৃত্তের ব্যাস হবে- a+b+c b+c-a c+a-b a-b+c Correct answer is : c+a-b 108. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত- ৩ ২২/৭ ২৫/৯ প্রায় ৫ Correct answer is : ২২/৭ 109. .কোন সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ঐ সংখ্যাটি । উহা কত? 70 80 90 75 Correct answer is : 70 110. দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত? ৭০ ৮০ ৯০ ১০০ Correct answer is : ১০০ 111. একটি আয়তকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যর ২/৩ অংশ । ঘরটির পরিসীমা ৪০ মিটার হলে তার ক্ষেত্রফল কত ? ৬০ বর্গমিটার ৯৬ বর্গমিটার ৭২ বর্গমিটার ৬৪ বর্গমিটার Correct answer is : ৯৬ বর্গমিটার 112. একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৮০ টাকা বেশি হলে ১০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত? ২৮০ টাকা ৩০০ টাকা ৩৮০ টাকা ৪০০ টাকা Correct answer is : ৪০০ টাকা 113. নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ ১ হবে? ৭১ ৪১ ৩১ ৩৯ Correct answer is : ৩১ 114. দুটি লম্বালম্বি পরিমাণ 5N এবং 4N , তাদের লব্ধি পরিমাণ কত? 3 N √11 N √41 N 1 N Correct answer is : √41 N 115. ১ বর্গমিটার কত বর্গ সেন্টিমিটারের সমান? ১০০ ১০০০ ১০০০০ ১০ Correct answer is : ১০০০০ 116. Say what kind of sentence the following is?- Our president may live long Optative Assertive Imperative Exclamatory Correct answer is : Assertive 117. What is the meaning of the word ‘intrepid’? arrogant belligerent questioning fearless Correct answer is : fearless 118. When you were young did anybody warn you ___ the dangers of smoking? from about off in Correct answer is : about 119. What is the antonym of ‘famous’? Oraque Obscure Illiterate Immature Correct answer is : Obscure 120. The changes in the organization were so gradual that they seemed almost _____________? hasty spontaneous imperceptible distorted Correct answer is : imperceptible 121. It ___ a great shock to everyone because he had not said a word for 10 years. would be is was will be Correct answer is : was 122. Who wrote ‘Beauty is truth,truth is beauty’? Shakespeare Wordsworth Keats Eliot Correct answer is : Keats 123. In which century was the Victorian period? 17th century 18th century 19th century 20th century Correct answer is : 19th century 124. Ambition is —of his life. pros part odds off Correct answer is : part 125. “Either” of the pencils will do. Adjective Adverb Preposition Pronoun Correct answer is : Pronoun 126. \The day of my sistet\s marriage is drawing near---\. The underlined word is a/an - adjective verb preposition adverb Correct answer is : adverb 127. The word constraint means freedom limitaion plentiful endless Correct answer is : limitaion 128. Select the pair that best expresses a relationship similar to the expressed in the original pair: STARE : GLANCE- gulp : sip confide : tell scorn : admire participate : observe Correct answer is : gulp : sip 129. The fifth consonant from the beginning of this sentence is the letter_. i e a t Correct answer is : t 130. He has paid the penalty __ his crimes __ five years in prison. for, with at, by about, a t after, in Correct answer is : for, with 131. I know better. BETTER is__ adjective preoposition. adverb noun Correct answer is : adverb 132. Yoga is ------ a good exercise for ------ breathing taken, controlling treated, considerable not, slowly considered, controlling Correct answer is : considered, controlling 133. Choose the correct sentence: Let he and you be witnesses Let you and him be witnesses Let you and Correct answer is : Let you and him be witnesses 134. The family____ divided in their opinions. is are was has Correct answer is : are 135. He _ consciousness as a result of his hitting the car\s dashboard. failed broke lost passed Correct answer is : lost 136. Dhaka is becoming one of the _ cities in Asia. more busy busy busiest most busiest Correct answer is : busiest 137. Do not worry, English grammar is not_ to understand._ which of the following does best fit in the blank space? so difficult very difficult too difficult difficult enough Correct answer is : too difficult 138. Subject – verb agreement refers to – person only number, person and gender number and person number only Correct answer is : number and person 139. Ship : Harbor:: flower : garden village : people nest : bird car : garage Correct answer is : car : garage 140. The speaker failed to make the audience-to him patiently.-Which of the following is the best form of pronoun in the above sentence? to listen listening listened listen Correct answer is : listen 141. September of Jessore Road - কবিতার রচয়িতা Allen Ginsberg Julian Ginsber Allen Spilsberg Julian Spinsberg Correct answer is : Allen Ginsberg 142. Choose the wrong sentence: He was always arguing with his brother His failure resulted for lack of attention When will you write to him about your plan? Who was the boy you were all laughing at? Correct answer is : His failure resulted for lack of attention 143. If a person is grandiloquent in his speech,he does not speak slowly carefully plainly judiciously Correct answer is : judiciously 144. We look forward ____ a response from you. to receiving to receive in receiving for receiving Correct answer is : to receiving 145. The literary work Kuble Khanis -. a history by Vincent Smith a verse by Coleridge a drama by Oscar Wilde a short story by Somerset Maugham Correct answer is : a verse by Coleridge 146. Which of the following sentences is correct? Why you have done this? Why did you have done this? Why have you done this? Why you had done this? Correct answer is : Why have you done this? 147. Blue chip is A first class equity share A extremely risky equity share Used in colour television Used in mobile phones Correct answer is : A first class equity share 148. Which phrase contains words opposed to each other in meaning? Hopes and aspirations Heat and dust Reproduction and death Emerged and advanced Correct answer is : Reproduction and death 149. Choose the correct alternative to selected text Neither Mr. Karim nor his friend are invited to speak at the seminar is invited to speak at the seminar are invited to speak at the seminar is to speak at the seminar are speaking at the seminar Correct answer is : is invited to speak at the seminar 150. Out and out means : Not at all Brave Thoroughly Whole heartedly Correct answer is : Thoroughly 151. মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি ? সনোরা লাইন ম্যাকনামারা লাইন ডুরান্ড লাইন হিন্ডারবার্গ লাইন Correct answer is : সনোরা লাইন 152. মেসোপটেমিয়া এলাকার বেশির ভাগ বর্তমানে কোন দেশে? ইরাক ইরান তুরস্ক সিরিয়া Correct answer is : ইরাক 153. কোনটি চিরশান্তির শহর নামে পরিচিত? রোম ভেনিস এথেন্স ওসলো Correct answer is : রোম 154. আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত? মিশর ইরান সিরিয়া ইয়েমেন Correct answer is : সিরিয়া 155. সোয়াত উপত্যকা কোন দেশে? পাকিস্তান ভারত আফগানিস্তান সুইডেন Correct answer is : পাকিস্তান 156. ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? হরমুজ জিব্রাল্টার বসফরাস দার্দানেলিস Correct answer is : জিব্রাল্টার 157. হোয়াংহো নদীর উৎপত্তি স্থল কোথায় ? হিমালয় কুনলুন পর্বত ব্ল্যাক ফরেস্ট আল্পস Correct answer is : কুনলুন পর্বত 158. বাজারের শহর বলা হয় কোন শহরকে? কায়রো দুবাই রাবাত কুয়ালালামপুর Correct answer is : কায়রো 159. দক্ষিণ সুদান এর রাজধানী কোনটি? তুবা জুবা শুভা খার্তুম Correct answer is : জুবা 160. বাতাসের শহর বলা হয় - শিকাগো নিউইয়র্ক লন্ডন ঢাকা Correct answer is : শিকাগো 161. কিসের মাধ্যমে স্বল্পমূল্যে বা বিনামূল্যে পণ্যের বিজ্ঞাপন দেওয়া যায়— রেডিওতে টেলিভিশনে মোবাইলে ওয়েবসাইটের মাধ্যমে Correct answer is : ওয়েবসাইটের মাধ্যমে 162. ব্লগ(Blog) কী? সামাজিক যোগাযোগ ওয়েবসাইট চাকরির ওয়েবসাইট সংবাদ ওয়েবসাইট একধরনের পার্সোন্যাল ওয়েবসাইট, যেখানে লেখালেখি ও মতামত প্রদান করা যায় Correct answer is : একধরনের পার্সোন্যাল ওয়েবসাইট, যেখানে লেখালেখি ও মতামত প্রদান করা যায় 163. ICT-এর পূর্ণ নাম— Information & Computer Technology Indext Computer Technology. Information & Communication Technology Information & Community Technology Correct answer is : Information & Communication Technology 164. দ্বিমুখী যোগাযোগ মাধ্যম— টেলিফোন পত্রিকা মাউস স্পিকার Correct answer is : টেলিফোন 165. ই-মেইলের পূর্ণনাম— ইলেকট্রিক মেইল ইলেকট্রনিক মেইল ইলেকট্রন মেইল ইলেকটিসিটি মেইল Correct answer is : ইলেকট্রনিক মেইল 166. ICT-এর বাংলায় নাম— তথ্যপ্রযুক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথ্য ও যোগাযোগ যোগাযোগ প্রযুক্তি Correct answer is : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 167. ছবি দেখুন bcsprep/blog/wp-content/uploads/2013/12/shape.png T, X X, T S, T T, B Correct answer is : T, X 168. আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেকে দুইজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হল? ৯ ১০ ১১ ১২ Correct answer is : ১১ 169. If you count 1 to 100, how many 5s will you pass on the way? 10 11 18 20 Correct answer is : 20 170. কোনটি ভূল?? ০*১ ১*০ ১/০ ০/১ Correct answer is : ১/০ 171. ক খ-এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ-এর মা, চ, ঘ-এর পুত্র। চ-এর সংগে ক-এর সম্পর্ক কি? ক এর মামা চ ক এর খালু চ চ এর নানা ক ক এর চাচা চ Correct answer is : ক এর মামা চ 172. If two typist can type two pages in two minutes, how many typists will it take to type 18 pages in six minutes. 3 6 9 18 Correct answer is : 6 173. ১৯৯৪ সালের ১ লা ডিসেম্বর বৃহস্পতিবার হলে, ১৯৯৫ সালে ঐ একই তারিখে হবে- বৃহস্পতিবার শুক্রবার রবিবার শনিবার Correct answer is : শুক্রবার 174. ইদানিং আপনার মনে হচ্ছে সংসারে আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে। আপনি এমন অবস্থায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে মন খারাপ করবেন খুবই হতাশাবোধ করবেন বন্ধুদের সাথে বিষয়টি আলাপ করবেন সংসার-এর প্রতি গভীর মনোযোগ দেবেন Correct answer is : সংসার-এর প্রতি গভীর মনোযোগ দেবেন 175. 9,36,81,144,__?what will be the next num? 169 225 256 196 Correct answer is : 225 176. The average of 20 number is zero. Of them, at the most, how many may be greater than zero? 0 19 10 1 Correct answer is : 19 177. লুপ্ত সংখ্যাটি কত? ৮১, ২৭, ............, ৩, ১ ৬ ৯ ১২ Correct answer is : ৯ 178. A farmer had 17 hens.All but 9 died.How many live hens were left ? 0 9 18 16 Correct answer is : 9
Posted on: Fri, 31 Oct 2014 08:16:32 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015