[[179379108907488]] ধরুন আপনার - TopicsExpress



          

[[179379108907488]] ধরুন আপনার মোবাইলে এখন চার্জ নাই। চার্জ দিতে গিয়ে দেখলেন কারেন্ট নাই। কি করবেন তখন? এর মাঝেই আপনার ব্যাটারি লো হয়ে মোবাইল সাউট ডাউন হয়ে গেল। আর ওপাশ থেকে আপনার জিএফ/বিএফ আপনার মোবাইল বন্ধ দেখে রিলেশন যায় যায় অবস্থা, অন্যদিকে আপনার মোবাইল বন্ধ দেখে আপনার অফিসের বসের মাথায় ১২০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার রাগের ঢেউ খেলতে লাগল বা আপনার প্রিয় মানুষটিকে ফোনে " আই লাভ ,,," বলার পরই আপনার ব্যাটারি ইন্তেকাল করল। এমন চরম মুহুর্তে বিদ্যুত ওয়ালারে গালি দেওয়া ছাড়া আপনি কি করতে পারবেন? এর চেয়ে বেশী হলে নিজের মাথার চুল টেনে ছিড়তে পারবেন। কিন্তু এই বিপদঘন মুহুর্তে আপনার মাথায় তো কিছু থাকা জরুরী বটেই। তাই সিম্পল একটা ট্রিক্স হল - আপনার বা আপনার বন্ধুর কম্পিউটারের ইউপিএস থেকে মনিটরের প্লাগটা খুলে আপনার চার্জারটা ঢুকিয়ে দিন আর মোবাইলের ব্যাটারী কে বখশিশ দিন। ভাবছেন ইউপিএস দিয়া কতক্ষণই বা চার্জ হবে? হুম, , , সাধারণত ইউপিএস ৪০ থেকে ৫০ মিনিট কম্পিউটার ব্যাকাপ দেয় তারপর রেড সিগন্যাল দেখায়। কিন্তু সেই রেড সিগন্যাল দেখানোর পরেও আপনি সেই ইউপিএস দ্বারা আপনার মোবাইলকে ২ ঘন্টা চার্জ দিতে পারবেন। যেই কাম আমি আজকে করলাম ঠেকায় পইড়া [[180260102152722]]
Posted on: Sun, 29 Sep 2013 16:44:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015