2014 তো শেষ হয়ে গেলো। জীবন - TopicsExpress



          

2014 তো শেষ হয়ে গেলো। জীবন থেকে একটা বছরের সমাপ্তি। তার পাশাপাশি আমাদের জন্যে রেখে গেলো কিন্তুু দারুন স্মৃতি। আসুন বছরের PPV গুলো একটু Analysis করে মনে করে আসি ★ Royal Rumble - যে কোনো বছরেই Royal Rumble থাকে অনেক আকর্ষনের একটা ব্যাপার। কিন্তুু Royal Rumble 2014 ছিলো আমার দেখা সবচেয়ে বাজে Royal Rumble। এবারের RR জেতানো হয় চল্লিশোর্দ্ধ Batista কে, যেটা প্রায় কেউই মেনে নিতে পারে নি। চার বছর বাতিস্তা রেসলিংয়ের সাথে ছিলো না। ওকে ফেরানোর জন্যে অনেক চেষ্টাই করেছিলো WWE। শেষ পর্যন্ত ও দাবী করেছিলো যদি ওকে Royal Rumble জেতানো হয় তাহলেই ও Return করবে। ওর দাবী WWE মেনেই নেয় কিন্তুু ফল যে এতোটা ভয়াবহ হবে তা কেউ ভাবতেই পারে নি। Royal Rumble ম্যাচ চলার সময়েই দর্শকরা ওকে Bootista বলে ডাকা শুরু করে। সাধারণত Hot Favourite রেসলাররাই Royal Rumble এর ৩০ নাম্বারে প্রবেশ করে। কিন্তুু ২০১৪ এর Top রেসলার Daniel Bryan কে রেখে Rey Misterio কে ৩০ নাম্বারে রাখাতে দর্শকরা ক্ষিপ্ত হয়ে ওঠে। ★ Elimination Chamber - এই PPV তে আমার দেখা এ বছরের সেরা ম্যাচটা হয়েছিলো। আমি Shield VS Wyatts ম্যাচটার কথা বলছি। এই ম্যাচটা বাদ দিলে পুরোটাই ছিলো জঘন্য একটা PPV। সবাই আগে থেকেই জানতো EC ম্যাচ জিতে নিবে Randy। হয়েছিলোও তাই। EC ম্যাচ চলাকালীন Wyatts Family কোনো কারন ছাড়াই Chamber এর ভেতর ঢুকে সিনাকে আক্রমন করে। ওতটুকুই ছিলো যা আকর্ষন। বাকিটা একদমই বিরক্তিকর। এবারের EC তে ও যথানিয়মে ৬ জন রেসলার ছিলো। তারা হচ্ছে, Randy, Cesaro, Christian, Cena, Bryan, Sheamus এই PPV তে Big show VS Brock Lesnar এর একটা ম্যাচ ছিলো। কিন্তুু যেমনটা আশা করা হয়েছিলো, ম্যাচটা ততটা জমে উঠে নি। Wrestlmania - অথরিটি ঘোষনা দিয়েছিলো যে তারা এমন কিছু করবে যাতে Wrestlmania 30 চিরকাল সবার মনের গেথে থাকে। হয়েছেও তাই তবে ঘৃণ্য ভাবে। এখানেই হারিয়ে দেয়া হয় ২১ বছরের একটা আবেগকে। ২২ বছরের পদার্পন করার সময়ে কোটি মানুষের চিত্তকে স্তব্ধ করে মাটির সাথে মিশিয়ে দেয়া হয়। WM 30 এর একটা ম্যাচও বলার মতো ছিলো না। দর্শকদের চাপে পরে Daniel Bryan কে WWE World Heavywaight Champion বানানো হয়। Main Event এর ওই ম্যাচটাই ছিলো যা একটু দেখার মতো। এবারের Wrestlmania তে Andre The Giant এর প্রতি সম্মান প্রদর্শন করে একটা Battle Royal এর আয়োজন করা হয়। ৩০ জনের ওই Battle Royal এ ২৭ জনের নাম ঘোষনা করা হয়। তিন জনের নাম চমক হিসেবে রাখা হয়। সবাই ধরে নিয়েছিলো বাকি ৩ জন হতে যাচ্ছে High Rated Superstar। কিন্তুু সবাইকে হতাশ করে দিয়ে 3rd Grade এর তিন জন রেসলারকে আনা হয় :v :v ★ Extrem Rules - বছরের প্রথম তিনটা PPV-ই যখন সুপার Flop হয় হয় তখন সবাই ধরেই নিয়েছিলো এবারে পুরোপুরি রেসলিং দেখাটা ছাড়তে হবে হয়তো। কিন্তুু WM পার হবার পরেই যেনো সবাইকে আশার আলোয় ভাসিয়ে দারুন ভাবে নতুন করে Season শুরু করে WWE এই Extreme Rules এই Evolution পুনর্গঠিত হয়। The Shield এর সাথে তারা অসম্ভব সুন্দর একটা ম্যাচ WWE Universe কে উপহার দেয়া। এবছরেই জন সিনার ৬ বছর ধরে Extreme Rules এ অপরাজিত থাকার রেকর্ড ভেঙ্গে ফেলেন Bray Wyatt। দুজনে মিলে একটা Steel Cage ম্যাচ খেলেছিলেন। আর, এই Extreme Rules এর Main Event ছিলো Kane VS Bryan। ম্যাচটা যারা মিস করেছেন তারা সত্যিই অভাগা। পুরো Attitude Era এর স্বাদ ফিরিয়ে এনে নতুন করে WWE শুরু করে Reality Era Payback - এবছর ২য় বারের মতো অনুষ্ঠিত হয় Payback। আর এই PPV টা হয়েছিলো CM Punk এর Hometown শিকাগোতে। এখানে Shield - Evolution এর Re-Match হয় যে ম্যাচটা এবছরের সেরা ম্যাচের তালিকায় ছিলো এখানেই Cena - Bray এর মধ্যে একটা Last Man Standing ম্যাচ হয় যা ছিলো কল্পনাতীত উত্তেজনাময়। পুরো PPV পাংকের চ্যান্টে মুখরিত থাকলেও পাংক কিন্তুু ফিরেনি। এই PPV তে-ই Daniel Bryan এর WWE World Heavywaight Championship টি Fired করা হয়। ★ Money In The Bank - Rusev এর আগ্রাসন এখান থেকেই শুরু হয়। Big E Lengston এর সাথে Rusev একটা দারুন ম্যাচ উপহার দেয় আমাদের। এছাড়া Fandango এর Special রেফারীর ম্যাচে Layla - Summer Rea এর ম্যাচ হয়। প্রথমে আমরা ভেবেছিলাম এবছর সম্ভবত কোনো ব্রিফকেস ম্যাচ হবে না। কিন্তুু HHH সবাইকে চমকে দিয়ে MITB Ladder Match এর আয়োজন করে। এই ম্যাচে Kane এর সাহায্য নিয়ে Seth Rollins ব্রিফকেস জিতে নেয়। প্রধান আকর্ষন ছিলো Main Event এ। এবছরেই ইতিহাসে প্রথম বারের মতো Championship এর জন্যে 8 Man Ladder Match হয়। ছয় জন হচ্ছে - Bray, Kane, Del Rio, Roman, Sheamus, Cena, Cesaro & Randy প্রত্যাশিত ভাবেই বাকিদের হারিয়ে Cena হয়ে যান ১৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ান ★ Battleground - Wade Barret ইনজুরীতে পরায় ওর IC টাইটেলের জন্যে একটা Battle Royal ম্যাচ আয়োজন করা হয়। শেষ দিকে Ziggler কে হারিয়ে নতুন IC Champ হয়ে যান The Miz। এই PPV তে Chris Jericho নতুন করে Bray Wyatt এর সাথে ফিউড শুরু করেন বহুদিন পর। Battleground এর সবচেয়ে আকর্ষনীয় ম্যাচটা ছিলো সম্ভবত Seth Rollins VS Dean Ambrose এর। একটা ফিউড যে কতটা আকর্ষনীয় হতে পারে দুজনে আমাদের সেটাই বুঝিয়ে দিয়েছেন Main Event এ WWE World Heavywaight Championship এর জন্যে চারজনের Fatal 4 Way ম্যাচ হয়। Randy, Kane & Roman কে হারিয়ে Cena তার টাইটেল পুনরুদ্বধার করে। ★ Summerslam - WWE এর 2nd Biggest PPV হবে Summerslam। আহা! একটা Great PPV ছিলো এটা। Seth-Dean আবারো একে অপরের মুখোমুখি হয়। Brie VS Stepheni ম্যাচে Nikki বেলা Betray করে। ধারনা করা হয়েছিলো এবারে Rusev হেরে যাবে। কিন্তুু আবারো America কে হতাশায় ভাসিয়ে Jack Swagger হেরে যায়। Roman - Randy আর Bray - Jericho। এই দুটা ম্যাচও ছিলো এক কথায় Awesome IC টাইটেল জিতে নেয় Dolph আর Divas টাইটেল জিতে যায় Paige। এই PPV তে বহুদিন পর Return করে Brock Lesnar। John Cena কে 16 টা Suplex আর 2 টা F5 মেরে মুরগীর বাচ্চার মতো হারিয়ে দেয় Brock। আর তার পাশাপাশি হয়ে যায় সর্বশেষ Unified Champion মোট কথা, পুরো PPV ছিলো উত্তেজনায় ঠাসা আর উপভোগ্যময় ★ Night Of Champion - এবারে Tag Team টাইটেল হাত বদল হয়ে যায়। Usos দের হারিয়ে Championship নতুন Champ হয়ে যায় Gold & Star Dust। ১ মাস পর Dean Ambrose ফিরে এসে Seth কে আচ্ছা মতো ধোলাই দেয়। এই PPV-র আগের দিন ইনজুরীতে পরে Roman Reigns। Randy Orton এর কাছে ম্যাচ হেরে এখান থেকেই Chris Jericho আবারো WWE Leave নেয়। Main Event এ আবারো John Cena। কিন্তুু আগের বারের চেয়ে সম্পূর্ণ ভিন্ন রুপে। Brock এর সাথে ম্যাচ শুরুর ১ মিনিটের মাথায় AA দিয়ে বসেন। পুরো ম্যাচে গুনে গুনে 4 টা AA এবং সর্বোমোট সাড়ে ৪ মিনিট STF ধরে রাখেন Brock কে। Fairly চললে ম্যাচটা হয়তোবা সিনাই টাইটেল জিততো। কিন্তুু Seth Rollins তার MITB ক্যাশ ইন করতে আসলে Brock তার Championship অক্ষুন্ন রাখে। ★ Hell In A Cell - Seth-Dean এর দীর্ঘ ফিউডের এখানেই সমাপ্তী ঘটে। দুজনে মিলে একটা HIAC ম্যাচ খেলে যা পুরো PPV-র Rating বারিয়ে দিয়েছিলো। এবারে দুইটা HIAC ম্যাচ হয়। অন্যটা খেলে Cena-Randy। ম্যাচের শর্ত ছিলো যে জিতবে সে Championship ম্যাচ পাবে। Top Rope থেকে টেবিলের উপর AA মেরে ম্যাচটা জিতে নেয় John Cena সারা বছর দারুন ফর্মে থাকলেও Cena-Randy ম্যাচ নিয়ে বিরুপ মন্তব্য করায় HIAC থেকে Cesaro-র পুশ কেড়ে নেয়া হয়। এই PPV তে প্রথম বারের মতো আপন দুই বোনের ম্যাচ হয়। Nikki-Brie ম্যাচের শর্ত ছিলো যে হারবে সে প্রতিপক্ষের ১ মাস চাকর থাকবে। ম্যাচে Brie হেরে যায়। ★ Servivour Series - অনেক দিক থেকেই এবারের Servivour Series টা গুরুত্বপূর্ণ ছিলো। প্রথম বারের মতো Divas Championship অর্জন করে Nikki Bella এই PPV তে প্রথম বারের মতো WWE-র মাটিতে Return করে Sting। তুমুল উত্তেজনায় ঠাসা Team Cena VS Team Authority ম্যাচে Sting এসে Cena দের জিতিয়ে দিয়ে যায়। Soul Servivour হয়ে Fan Favourite হয়ে যান Dolph Ziggler। তার পাশাপাশি শেষ হয় দুই বছরের দুঃসহ Authority শাসনের। ম্যাচটা এতোটাই Awesome হয়েছিলো যে এটা এবছরের Match Of The Year এর খেতাব জিতে নেয়। ★ TLCS - Dolph-Eric ম্যাচ দিয়ে TLC শুরু হয়। এটা ছিলো আমার জীবনে দেখা অন্যতম সেরা Ladder Match। এবারে Ziggler তার টাইটেল পুনরুদ্বধার করে। Cena-Seth ম্যাচও ছিলো অসাধারণ। আমার মতে এটাই এই PPV-র সেরা ম্যাচ। J&J Security কে একসাথে টেবিলের ওপর AA মারাটা বহুদিন মনে থাকবে। ম্যাচের মাঝে Big Show আসে Cena কে মারতে। কিন্তুু হাজারো দর্শককে আনন্দে ভাসিয়ে Roman Reigns ফিরে আসে। আর ধুম ধারাক্কা মারে জিতিয়ে দিয়ে যায় সিনাকে। #নাইন_এম_এম
Posted on: Fri, 26 Dec 2014 09:48:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015