#2159 M,28 আমি কোচবিহারে - TopicsExpress



          

#2159 M,28 আমি কোচবিহারে থাকি। ২১৩৫ নং confession টা আমার (mobile e songs disturb)। রাসমেলা আসলেই আমার মনটা খারাপ হয়ে যায়। কারন টা আজ তোমাদের কাছে share করব। হয়তো লেখাটা একটু বড় হবে, তাও বলছি। আমি, সজল আর জাকির খুব ভাল বন্ধু ছিলাম। একসাথে HS pass করি। তারপর আমি আর সজল বাইরে পরতে চলে যাই। জাকির কোচবিহারেই থাকে। আমি আর সজল মেস্ এ আরো কয়েক জনের সাথে থাকতাম। কয়েকদিনের জন্য বাড়ি আসবো তাই হাতে টাকা কম ছিল। তাই সিগারেট কিনব বলে সজলের কাছে টাকা ধার চেয়েছিলাম বাড়ি আসার আগের দিন। আমি জানতাম ওর কাছে আছে কিন্তু ও আমাকে মুখের ওপর বলে যে টাকা নেই। আমার খুব খারাপ লেগেছিল। পরের দিন যখন আমি বাড়ি আসার জন্য রওনা দেই তখন সজল আমার পকেটে ১০০ টাকা গুজে দিয়ে বলে যে রাস্তায় কাজে লাগবে। আমি খুব অবাক হয়েছিলাম তখন। আমি পরে টাকাটা দিতে চেয়েছিলাম কিন্তু ও বলেছিল যে যখন লাগবে চেয়ে নেব। তারপর কিছুদিন পর আমি কোচবিহারে এসে পড়া শুরু করি কারন ঐ জাগাটা আমার ভাল লাগেনি। কিন্তু সজল ওখানেই থেকে যায়। আমাদের মদ্ধে যোগাযোগ চলছিল যথারিতি। ৫ বছর আগে পূজোর সময় সাগরদীঘীতে অনেকখন্ গল্প হয়, তখন আমি ঐ টাকার কথা তুলি। ও তখন বলে ও কে বস্ রাসমেলাতে দিস। আমিও হা বলি। কিছুদিন পর রাসমেলা আসে আর আমি সজলের বেপার টা বেমালুম ভুলে যাই। মেলাতে যাব বলে জাকির কে phone করি ও বলি ready থাক আমি আসছি। একটু পরে আমাদের বাড়িতে আসে সজলের ভাই আর হাতে একটা শ্রাদ্ধের card. সজল ৮ দিন আগে মারা গেছে জন্ডিস হয়ে। শিলিগুড়ী তে ১১ দিন ভর্তি ছিল। না আমি কাদতে পারিনি। আমার মা কেদেছিল, মা ওকে ভালবাসত সরলতার জন্য। কোনো নেশা করতনা ও। আমি ওর বাড়িতে কখনো যেতে পারিনি। ঐ ১০০ টাকাটা দিতে পারিনি। আমি নাস্তীক তাই কোনো মন্দিরে দান করতে পারবোনা। ভেবেছিলাম কোনো ভিখারিকে দেব। কিন্তু পরে ভাবলাম টাকাটা যতদিন আমার কাছে থাকবে ততদিন ও আমার মনে থাকবে। আমি যে তোকে ভুলতে চাইনা সজল।
Posted on: Sun, 17 Nov 2013 17:34:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015