4 giant professors, No familiar faces from our department, 25+ - TopicsExpress



          

4 giant professors, No familiar faces from our department, 25+ questions... পুরো পরিবেশটা আমার প্রতিকূলে থাকলেও আলহামদুলিল্লাহ্ আমার এক্সাম ভালই হয়েছে। বসার অনুমতি দেওয়ার পর শুধু নামটাই জিজ্ঞেস করলো; এরপর সেই যে প্রশ্ন করা শুরু করলো উনারা, অবশেষে থামলো প্রায় আধঘন্টা পর... মাঝে দুটো প্রশ্নের উত্তর উনাদের মন মতো দিতে না পারলেও বাকি সময়টুকু বলতে গেলে একেবারে আমারই ছিলো :) মহান আল্লাহ্‌র নিকট অশেষ শুকরিয়া; সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি, যাদের দোয়া সবসময় আমার সাথেই ছিলো :)
Posted on: Thu, 28 Aug 2014 13:10:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015