AIUB তে undergraduate শেষ করলাম । এই - TopicsExpress



          

AIUB তে undergraduate শেষ করলাম । এই ১২ সেমিস্টারে ১২ টা মেয়ের প্রেমে পরসিলাম । প্রতি সেমিস্টারের শুরুতে একজনকে খুব ভালো লাগতো এবং প্রায় শেষ পর্যন্ত তাকে পর্যবেক্ষণ করতাম আর ভাবতাম ফাইনাল টার্ম এক্সাম এর সময় প্রোপোস করবো । কারন , যদি রিফিউজ করে তাহলে সেমিস্টার ব্রেক এ যাতে ভালো ভাবে দেভদাস এর ভূমিকাটা পালন করতে পারি এবং পরের সেমিস্টারে সবকিছু ভুলে ভালো ভাবে কনটিনিউ করতে পারি । কিন্তু দুঃখজনক হইলেও সত্যি যে , শালার ফাইনাল টার্ম এক্সাম এর সময়ই দেখতাম কইত্থিকা জানি ওদের বিএফ / জামাই পয়দা হইতো । এক মাইয়া তো আমারে দেইক্ষা বিএফ রে এমন ভাবে চিপকাইয়া ধরলো ... থাউক আর কইলাম না ... (মনের দুঃখ মনেই রাখলাম :p) । কেন ভাই ?? পুরাটা সেমিস্টার যখন তোমারে ফলো করতাম , নিজের ক্লাস রুটিন ভুইল্লা গিয়া তোমারটা মনে রাখতাম যাতে ওই কাম্পাসের সামনে দাঁড়াইলে তোমারে দেখা যায় , তখন তোমার বিএফ / জামাই কই থাকতো ?? :O এমনি করে কেটে গেল আমার ১২টি সেমিস্টার । যাইহোক , “পরাজয়ে ডরেনা বীর , ফেইলর ইস দা পীলার অফ সাক্সেস ” এই বিশ্বাস নিয়া আবারো তোমাদের AIUB তে মাস্টার্স এ ভর্তি হইলাম । এইবারও যদি ফেইল মারি তাইলে বাপরে কমু – আব্বা সাক্সেস এর পীলার তো আর খাড়ায় না , এইবার বিয়া করাইয়া দেও ।
Posted on: Sun, 21 Jul 2013 18:54:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015