Advocate Tajul Islam আল্লামা সাঈদী - TopicsExpress



          

Advocate Tajul Islam আল্লামা সাঈদী সাহেবের মামলার রায় ঘোষণা হবে আগামীকাল . তার ব্যাপারে বাংলাদেশ শুধু নয়, গোটা দুনিয়ার মুসলমানদের আগ্রহ রয়েছে কারণ তিনি বিশ্ব নন্দিত ও বরেন্য মুফাসসিরে কোরান . যে মামলায় রায় দেয়া হবে তা নানা কারণে বহুল আলোচিত. এই মামলায় সাঈদী সাহেবের পক্ষে নিজের ভাইয়ের হত্যাকান্ডের ব্যাপারে সাক্ষী দিতে এসে আদালত চত্বর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অপহৃত হয়েছিলেন সুখরঞ্জন বালি এবং আজও তিনি কলকাতার জেলে বন্দী . এই মামলায় স্কাইপ কেলেঙ্কারির মত মহা কেলেঙ্কারী থেকে বিচারক-প্রসিকিউশন -ও তৃতীয় পক্ষের অবৈধ যোগসাজশের বিষয় টি প্রমানিত . সেফ হাউস কেলেঙ্কারী থেকে সাক্ষীদের মিথ্যা কথা শিখিয়ে দেয়া এবংউপস্থিত সাক্ষীকে পলাতকঘোষণার মত কেলেঙ্কারী এখানে উদ্ভাসিত. ইব্রাহিম কুট্টি হত্যার দায়ে ১৯৭২ সালে ভিন্ন ব্যক্তির নামে মামলা হওয়া সত্তেও ৪০ বছর পর তার দায় সাঈদী সাহেবের কাধে চাপানোর নতুন ঘৃণ্য ইতিহাস এখানে সৃষ্টি হয়েছে. এত কিছুর পর এই মামলায় তার শাস্তিহবেনা বরং মিথ্যা মামলায় হয়রানি করার দায়ে তদন্তকারী ও মিত্থ্যাচার কারীদের সাজা হবে এই আশা বিচার বিভাগের কাছে আমরা করতেই পারি. আমার ক্লায়েন্ট এবংগোটা জাতি সুপ্রিম কোর্ট এর কাছে শুধুই ন্যায় বিচার প্রত্যাশা করে ....
Posted on: Wed, 17 Sep 2014 10:04:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015