Amar joto Kobita Sob Tomake Ghire.Kobi jalal ahmed joy কবি - TopicsExpress



          

Amar joto Kobita Sob Tomake Ghire.Kobi jalal ahmed joy কবি জালাল আহমেদ জয় বন্ধু জালাল আহমেদ জয় বন্ধু মানে বিশাল আকাশ মনে তাহার আবাশ, জোছনা রাতে আকাসের তারা চাদের আলোয় মিটি মিটি করে যেন পাড়া। সুখে দুখে থাকে পাশে নয় স্বার্থের আশে, আত্বার সাথে আত্বার মিলন গেথে রাখে সারাজীবন। মহাবিপদে থাকে পাশে শক্তি আশ্বাসের বাতাসে, থাকে পাশে সারাজীবন মরণেও ভাংগে না বাধন। বন্ধু তুমি গুণে গুণে থাকো মনে মনে, দেশ-দেশান্তরে বন্ধু প্রিয় হয় যে পরম আত্বীয়। শান্তির অপর নাম বন্ধু ; ভালোবাসার এক মহান বিন্ধু, হয় যে জীবনের তরে রাখে বেধে প্রাণে ;যুগ-যুগান্তরে। বন্ধু ছাড়া এক-মুহুর্ত চিন্তা করার নয় ; একা একা পথ চলিতে লাগে বড় ভয়, বন্ধু বিধাতার সৃষ্ট জীবনকে করিতে শ্রেষ্ঠ। লেখার সময়, রাত ১২ টা ৩০ ৫ জুলাই ২০১৩। Amar joto Kobita Sob Tomake Ghire.Kobi jalal ahmed joy কবি জালাল আহমেদ জয়
Posted on: Sun, 04 Aug 2013 19:32:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015