Arifur Rahman Siddiqui রাঙামাটিতে - TopicsExpress



          

Arifur Rahman Siddiqui রাঙামাটিতে মেডিকাল কলেজ ও হাসপাতাল স্থাপন ইসুতে অশান্ত হয়ে উঠেছেপার্বত্য চট্টগ্রাম, এ ইসু্যতে অনেক সুশীল/বুদ্ধিজীবী তাদের বিস্ময় প্রকাশ করছেন এবং বলছেন মেডিকাল কলেজ স্থাপন তো উন্নন, পাহাড়ি জনগোষ্ঠী উন্নয়নের বিরোধিতা করছে কেন? এই সুশীল বুদ্ধিজীবিদের (আমি যাদের জ্ঞানপাপী বলে মনে করি) আমার বিনীত প্রশ্ন: জল বিদ্যুত কেন্দ্র স্থাপন করেও তো আপনারা উন্নয়ন করেছিলেন. তার ফলাফল: • পাহাড়ি জনগোষ্ঠী তাদের ভূমি থেকে হয়েছিল বিতারিত, • বাঙালি সেটলারদের অব্যাহত আগ্রাসন, • পাহাড়ি জনগোষ্ঠীর margilization; • পাহাড়ি জনগোষ্ঠির উপর অব্যাহত শোষণ ও নির্যাতন • হত্যা, গুম,ধর্ষণ!, মেডিকাল কলেজ স্থাপনের মধ্য দিয়ে ছাত্র,, শিক্ষক,, কর্মকর্তা-কূর্মচারী নামে বাঙালি সেটলার আমদানির অশুভ পায়তারা চলছে. ”উনয়নের” mockery না করে শান্তি চুক্তি বাস্তবায়ন এর জন্য চাপ সৃষ্টি করুন, পাহাড়ি জনগোষ্ঠিকে তাদের ভাগ্য নির্ধারণের অধিকার দিন, তারাই ঠিক করবে তাদের Development Strategy এবং Priority.
Posted on: Mon, 12 Jan 2015 04:44:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015