BCS #বিজ্ঞান 21. দেহের কোনো - TopicsExpress



          

BCS #বিজ্ঞান 21. দেহের কোনো অংশ কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে- অনুচক্রিকা (Platelets) 22. সার্বজনীন দাতা রক্ত গ্রুপ কোনটি?- O 23. মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস হল-শ্বসন 24.অক্সালিক এসিড এর রাসায়নিক সংকেত হল- HOOC – COOH 25. হীরক উজ্জ্বল দেখায় –পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য 26. কোন আলোক তরঙ্গে মানব চোখে দেখতে পাওয়া যায়?- ৪০০ ন্যানোমিটার থেকে ৭০০ ন্যানোমিটার 27. প্রবল জোয়ারের কারণ-সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে 28.অপটিক্যাল ফাইবার হচ্ছে-খুব সরু ও নমনীয় কাচ তন্তুর আলোক নল 29. বায়ুমণ্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়-আয়োনোস্ফিয়ার ( ionosphere) 30. বিগ ব্যাং তত্ত্বের আধুনিক তত্ত্ব ব্যাখ্যা উপস্থাপন করেছেন - স্টিফেন হকিং (Dr. Stephen William Hawking is a British theoretical physicist), But Georges Lemaitre, a Belgian cosmologist is the father of Big Bang theory. 31. আকাশে বিদ্যুৎ চমকায় -মেঘের অসংখ্য জলকনা /বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে 32. বিদ্যুতের উচ্চতম ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায় -স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে 33. যেসব নেউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের কী বলা হয়?-আইসোটোন 34. .লাল আলোতে নীল রং এর বস্তু কেমন দেখায়?-কালো 35. বৈদ্যুতিক বাল্ভের ফিলামেন্ট কী ধাতু দিয়ে তৈরি?-টাংস্টেন (tungsten) 36. চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন?-বায়ুমণ্ডলীয় প্রতিসরণ এর কারনে 37. পানি অপেক্ষা হালকা ধাতু?- লিথিয়াম,পটাশিয়াম,সোডিয়াম 38. পৃথিবীতে সবচেয়ে বেশি ধাতু কোনটি?-লোহা 39. পারমাণবিক চুল্লিতে কোন্ মৌল জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়?- ইউরেনিয়াম 40. টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কী ধরনের চুম্বক ব্যবহৃত হয়?-স্থায়ী চুম্বক
Posted on: Mon, 28 Jul 2014 04:04:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015