BOKEH - জাপানী একটা শব্দ। - TopicsExpress



          

BOKEH - জাপানী একটা শব্দ। একটা ছবির out of focus অংশে একটা লেন্স যে blur টা তৈরি করে সেটাই bokeh... BOKEH শব্দটার pronunciation কেমন হবে, এটা নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে। তবে এখানে আমরা বোকেহ বলব। একটা লেন্স যখন কোনও একটা সাবজেক্টকে ফোকাস করে, তখন ফোকাসের বাইরের অংশটুকু স্বাভাবিকভাবেই ঝাপসা হয়ে যায়। এই ঝাপসা অংশের মধ্যে হাইলাইটগুলা সাধারণত গোল গোল আকৃতির বলের মত দেখা যায়, যেটাকে সচারচর বোকেহ বলা হয়ে থাকে। তবে, শুধু এই গোল গোল আকৃতি গুলাই যেমন বোকেহ নয়, ঠিক তেমনি সবসময় যে বোকেহ গোল হবে সেটাও ঠিক নয়। শুধু hightlighted out of focus part গুলাই বোকেহ নয়, বরং, out of focus ঝাপসা অংশ সবই বোকেহ। এখানে কিছু বিষয় স্পষ্ট করার দরকার আছে। সাধারণত blur হয়ে যাওয়া shadow গুলাকে বোকেহ র মধ্যে ফেলা হয় না। তাহলে কেন বলা হচ্ছে, ব্লার হয়ে যাওয়া সব অংশই বোকেহ ? কারণ, ব্লার হয়ে যাওয়া একটা ছবিতে আপনি প্রথাগত বোকেহ খুঁজে পেলেন না, তবে ছবিটা পর্যাপ্ত পরিমাণে জুম ইন করলে বোকেহ visible হবে।এখন আসি, বোকেহ র শেপ নিয়ে। সব বোকেহ যে গোল হবে, এমন নয়, আগেই বলেছি। বোকেহ র শেপ নির্ভর করে লেন্স এর build এর উপরে, মানে লেন্স টি কিভাবে বানানো হয়েছে তার উপরে। লেন্সের ব্লেড সংখ্যার উপরে বোকেহ র শেপ অনেকাংশে নির্ভর করে। লেন্সের build এর উপর ভিত্তি করে বোকেহ rounded, hexagonal, octagonal, polygonal হতে পারে। তবে হ্যাঁ, আপনি চাইলে কাস্টম বোকেহ ফিল্টার বানিয়ে নিতে পারেন। তারপর, আপনার বোকেহ কে ইচ্ছামত শেপ দিতে পারেন। এ বিষয়ে গ্রুপ ডকে পোস্ট থাকার কথা, না থাকলে কিছুদিন পর এর খুব সহজ টিউটোরিয়াল নিয়ে লিখবো। (image: 1)মোটামুটি, এতক্ষণে আমরা জানলাম, বোকেহ কি, কিভাবে তৈরি হয় ইত্যাদি।এখন আমরা দেখবো, কিভাবে ভালো বোকেহ পাওয়া যায়। * shallow depth of field and large aperture: আপনার এপারচার যত বড় হবে, অর্থাৎ f stop যত কম হবে, বোকেহ তত ভালো আসবে। যেমন, f/1.8 এ আপনি f/8 এর চেয়ে বেশি বোকেহ পাবেন। * long focal length: ফোকাল লেন্থ যত বেশি হবে, বোকেহ তত বেশি পাবেন। যেমন, f/5.6 এ 55 mm focal length e যতটা বোকেহ পাবেন, 200 mm focal length এ বোকেহ টা আরও বেশি পাবেন। মূলত এই দুটি factor মাথায় রাখলেই ভালো বোকেহ পাওয়া সম্ভব। এছাড়াও আরও কিছু factor আছে। যেমন, সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ড এর দূরত্ব, light intensity, ইত্যাদি।বোকেহ যেহেতু হাইলাইটের হয়, তাই চেষ্টা করুন ছবির মধ্যে light leak রাখার জন্য। যেমন ধরুন, আপনি আপনার থেকে উঁচু কোনও গাছে ফুটে থাকা একটা ফুলের ছবি তুলতে চান। ভাবছেন, আশেপাশে ভালো বোকেহ পেলে দারুণ হত। ছবিটা এমনভাবে তুলুন, যেন ফুলটির ব্যাকগ্রাউন্ডে গাছের পাতাগুলা থাকে, যেগুলার মধ্যে দিয়ে সূর্যের আলো ঢুকছে, এরকম situation এ আপনি সাধারণত বেশ ভালো বোকেহ পাবেন। (সংগৃহীত) happy clicking.... :) Device: Canon 600D post processing on Lightroom 4.1
Posted on: Mon, 15 Sep 2014 13:38:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015