Bangladesh Islami Chhatra Shibir Shahjalal University of Science - TopicsExpress



          

Bangladesh Islami Chhatra Shibir Shahjalal University of Science and Technology Branch . Date : 16.03 . 2014, Source : Press Statement/release Sust indefinite strike camp on Tuesday . Distributing leaflets on campus Shahjalal University of Science and Technology Branch 14 president Shibir activists demanding the withdrawal of expulsion given the administration s pre- announced indefinite student strike began on Tuesday . The open letter called leaflets distributed campus students expelled students . Section Shibir activists demanding the withdrawal of expulsion in striking successful two days after the first episode of the second season called pre- declared constant student strike beginning on Tuesday . Expelled students to build consensus on strike to succeed on behalf of the Humanitarian Appeal has delivered an open letter to the campus reflects the expelled students . Today ( Sunday ) afternoon at two oclock in the academic buildings campus teachers of different departments teachers , officers , employees and among the branches of the Shibir activists distributed leaflets . Meanwhile branchs president Ehsanul Karim and Secretary Saiful Islam Sujan Shibir president said in a statement , Shibir men are against the unfair expulsion unless the administration will continue our democratic movement . ICS students with the general movement from Tuesday through grass will jhapiye rights movement . In the meantime, officials of the university teachers - staff and students of all concerned , including the response to the first episode will be successful with the Shibir called indefinite strike with students the day before the university entrance exams and admission tests at 0 days of March 1 st March hartal in Sylhet called out . Distributing leaflets on campus during the campus attended campus President Masudur Rahman , Tuhin dealer , Sakhawat Hossain , Mohammad Arif and others Minhaj... বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা। তারিখ: ১৬.০৩.২০১৪ ইং সূত্র: প্রেস বিবৃতি শাবিতে শিবিরের লাগাতার ধর্মঘট শুরু মঙ্গলবার ॥ ক্যাম্পাসে লিফলেট বিতরণ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতিসহ ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে প্রশাসনের দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে পূর্ব ঘোষিত লাগাতার ছাত্র ধর্মঘট শুরু হচ্ছে মঙ্গলবার। এদিকে ক্যাম্পাসে বহিষ্কৃত ছাত্রদের খোলা চিঠি নামক লিফলেট বিতরণ করেছে শিক্ষার্থীরা। নেতাকর্মীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে শাখা ছাত্রশিবিরের ডাকা প্রথম পর্বের দুদিনের সফল ধর্মঘেটের পর দ্বিতীয় পর্বের পূর্ব ঘোষিত লাগাতার ছাত্র ধর্মঘট শুরু হচ্ছে মঙ্গলবার। ধর্মঘট সফল করতে জনমত গঠনের লক্ষ্যে বহিষ্কৃত ছাত্রদের পক্ষ থেকে প্রকাশিত মানবিক আবেদন মূলক বহিষ্কৃত ছাত্রদের খোলা চিঠি বিতরণ করা হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আজ(রবিবার) দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাডেমিক ভবনগুলোতে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে এ লিফলেট বিতরণ করে শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এদিকে শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি এহসানুল করিম ও সেক্রেটারী সাইফুল ইসলাম সুজন এক বিবৃতিতে বলেন, “ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া প্রশাসনের অন্যায় বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের গনতান্ত্রিক আন্দোলন চলবে। মঙ্গলবার থেকে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ছাত্রশিবির দূর্বার আন্দোলনের মাধ্যমে অধিকার আদায়ের আন্দোলনে ঝাপিয়ে পড়বে।” এসময় তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলকে প্রথম পর্বের মত সাড়া দিয়ে ছাত্রশিবিরের ডাকা লাগাতার ছাত্র ধর্মঘট সফল করা সহ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগের দিন ২০শে মার্চ ও ভর্তি পরীক্ষার দিন ২১ শে মার্চ সিলেট বিভাগে সর্বাত্মক হরতাল পালনের আহবান জানান। লিফলেট বিতরণ কালে ক্যাম্পাসে উপস্থিত ছিলেন ক্যাম্পাস সভাপতি মাসুদুর রহমান, তুহিন ব্যাপারী, সাখাওয়াত হোসাইন, মিনহাজ মোহাম্মদ আরিফ প্রমুখ
Posted on: Mon, 17 Mar 2014 05:57:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015