Blogger and Online Activist Network -BOAN ৪২ বছর পর - TopicsExpress



          

Blogger and Online Activist Network -BOAN ৪২ বছর পর আমরা আবার শুরু করেছি আমাদের মুক্তিযুদ্ধ। বিনাশ করবো সকল অপশক্তি। এ আন্দোলন সাক্ষী হয়ে থাকলো ইতিহাসের। এ আন্দোলন সত্যিকার অর্থেই জাগ্রত করলো মানুষকে। মানুষ শিখলে তার banglanews24/detailsnews.php?nssl=32de3f05c734e48fb106f7ba9f08af68&nttl=20130226043110177206অধিকারআদায়ে কিভাবে ঝাপিয়ে পড়তে হয়। কিভাবে বিধ্বংসী কর্মকাণ্ড ছাড়াও সোচ্চার হওয়া যায় অন্যায়ের বিরুদ্ধে। এ আন্দোলন তৈরি করে দিলো আরও একটি ৭১’র চেতনা বুকে ধারণ করা প্রজন্ম । যে শিশুরা আন্দোলন দেখছে বলেছে জয় বাংলা। আমি স্বপ্ন দেখি এ আন্দোলন হয়তো শান্তি দিবে ৭১ এর বীর মুক্তিযোদ্ধাদের। মুঁছে দিবে বীরাঙ্গনার ক্ষত। গড়ে উঠবে সোনার বাংলা, ক্ষমা চাইবে পাকিস্তান। আমি গর্বিত এ আন্দোলনের একজন যোদ্ধা হিসেবে। স্যালুট জানাই হাজার হাজার যোদ্ধাকে। যারা ঝাপিয়ে পড়েছে শাহবাগে এবং সারা দেশ জুড়ে। ৭১’এ আমরা একটা পতাকা পেয়েছি সবুজ বাংলাদেশের বুকে ৩০ লাখ শহীদের রক্তে জমাট বাঁধা লাল সূর্য্য। কিন্তু ১৫ ফেব্রুয়ারির পর থেকে পতাকায় আমি সবুজ অংশটায় আরও ২টা লাল ছিটা দেখতে পাই। একটা জাফর মুন্সির আর একটা রাজীবের। ভয় হয় সবুজ অংশটা কি আরও অসংখ্য ছিটায় লাল হয়ে যাবে। একটা আমার একটা আপনার এমন আরো অনেকের। আসুন আমরা সবাই মিলে পতাকাটা রক্ষা করি। রক্ষা করি সবুজ অংশটা। এ সবুজ তারুণ্য, এ সবুজ অসাম্প্রদায়িকতা, এ সবুজ সমান অধিকার, এ সবুজ প্রজন্মের পর প্রজন্ম, এ সবুজ মানে মাথা নত না করা। এ সবুজ মানে বাংলাদেশ। জয় বাংলা।
Posted on: Sat, 08 Jun 2013 07:01:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015