♦Causative VERBS♦ যে verb এর মাধ্যমে - TopicsExpress



          

♦Causative VERBS♦ যে verb এর মাধ্যমে subject object কে দিয়ে কাজ করিয়ে নেয় সেটই হচ্ছে causative verb বা প্রযোজক ক্রিয়া। কতগুলো verb এর causative form নিম্নে প্রদত্ত হলঃ Simple verb ---Causative Verb Eat Feed Learn Teach Know Inform Dive Dip Rise Raise Drink Drench See Show Suck Suckle Remember Remind Fall Fell অধিকাংশ verb এর causative form নেই। আর যে সব verb এর causative form নেই সেগুলকে have, get, make, let, help-এ সকল verb এর মাধ্যমে causative করতে হয়। নিম্নে এ সকল verb এর ব্যবহার দেখানো হলঃ Ø I had or got the letter written by him. Ø I got him to write the letter. ♦LiKe→ Job Preparation - জব প্রিপারেশন এডমিন শাহ জালাল
Posted on: Sat, 12 Jul 2014 04:42:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015