Daily Quiz] গতকাল বিশ্ব মান - TopicsExpress



          

Daily Quiz] গতকাল বিশ্ব মান দিবস (World Standards Day)। দিবসটি প্রতি বছর ১৪ অক্টোবর তারিখে আন্তর্জাতিকভাবে উদযাপিত হয়। পণ্য-সেবা প্রভৃতির মান উন্নয়নের লক্ষ্যে বিশ্বব্যাপী কর্মরত বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের অবদানের প্রতি সম্মান জানানোর জন্যই এই দিনটি পালিত হয়। এই দিনটি মূলতঃ পণ্য-সেবা প্রভৃতির মান উন্নয়ন ও বজায় রাখার প্রতি কর্তৃপক্ষ, উদ্যোক্তা এবং ভোক্তাদের সচেতন করার উদ্দেশ্যেই পালন করা হয়। ১৯৪৬ সালের ১৪ অক্টোবর তারিখে লন্ডনে বিশ্বের ২৫টি দেশের প্রতিনিধিরা বিশ্বব্যাপী পণ্য-সেবার মান বজায় রাখার জন্য একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান নির্ধারক সংস্থার বিষয়ে ঐকমত্য পোষন করেন যা পরের বছর থেকে তাদের কার্যক্রম শুরু করে। ঐদিনকে স্মরণীয় করে রাখতেই এ দিবস বৈশ্বিকভাবে পালন করা হয়। ১৯৭০ সাল থেকে ISO (আন্তর্জাতিক মান সংস্থা) এই দিনটি পালন করে আসছে। ISO –এর পূর্নরূপ কি? ক. Institute of Organizational Standards খ. International Organization for Service গ. International Organization for Standards ঘ. International Organization for Standardization
Posted on: Wed, 15 Oct 2014 10:21:30 +0000

Trending Topics



/div>
overnight gift delivery
VILAVI Womens Sheath Court Train Crystal Split Front Prom Dresses

Recently Viewed Topics




© 2015