EEE - সারা বিশ্ব এক নামে - TopicsExpress



          

EEE - সারা বিশ্ব এক নামে জানে Royal Engineering হিসেবে। Subject সম্বন্ধে নতুন করে কিছু বলব না। আমি আমার ভার্সিটিতে এই সাবজেক্টটি কিভাবে রিপ্রেজেন্ট করে তা হালকা ধারনা দেব... দেখ বাংলাদেশের প্রত্যেক ভার্সিটির ইইই-ডিপার্টমেন্টে যে কথা প্রচলিত তা হল - Never expect much. (except IUT,BUET) Teacher দের সম্পর্কে কোনো মতামত চাইলে এক কথায় অসাধারণ বলতে হবে। যেকোনো বিষয়ে তারা তোমাকে সাহায্য করবে। তবে চেস্টা তো তোমারই করতে হবে, তাই না? এখন আমাদের ভার্সিটির কথা বলি... নতুন ডিপার্টমেন্ট হিসেবে আমি বলব বেশ ভালই আগাচ্ছি আমরা। তোমাদের বড় ভাইয়ারা নিত্যনতুন প্রোজেক্ট করতেছে... Dark Sensor, Light Sensor, Electronic Counter, LASER Alarm,Line Follower Robot,Tourch Controlled Car। ভাইয়ারা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ .... পড়াশোনা বিষয়ক যেকোনো সমস্যা ভাইয়ারা সমাধান দেবে ইনশাল্লাহ। কি কি পড়তে হবে তা তুমি জানই, তবুও আমি কিছু লোভনীয় বিষয়ের কথা বলি :) Robotics, Aeronoutics, Aircraft Maintainance Engineering, Macatronics (partly) etc. পরিশেষে একটা কথা বলি, Idea র চোটে যদি তোমার রাতে ঘুম না আসে, welcome to EEE... যেখান থেকেই পড় না কেন তোমাকে কেও ঠেকাবে না :)
Posted on: Fri, 19 Dec 2014 06:18:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015